হোম > ফিচার > ক্যাম্পাস

ঢাবিতে শুরু হচ্ছে শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা-২০২৬। আগামী ১৮ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত পাঁচ দিনব্যাপী এই বইমেলা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পায়রা চত্বরে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

বইমেলার উদ্বোধন করবেন শহীদ শরিফ ওসমান হাদির ভাই ওমর বিন হাদি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বইমেলার ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয় লেখক ফোরামের সভাপতি আশিক খান।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আবিদ হাসান রাফি ও ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

লিখিত বক্তব্যে আশিক খান বলেন, শহীদ ওসমান হাদি কেবল একজন ব্যক্তি নন, তিনি আমাদের সময়ের প্রতিবাদী চেতনার নাম। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকার এক অনন্য প্রতীক তিনি। ভারতীয় আধিপত্যবাদ, ফ্যাসিবাদ ও দমন-পীড়নের বিরুদ্ধে তাঁর আপসহীন অবস্থান আজও তরুণ সমাজকে অনুপ্রাণিত করে। শহীদ ওসমান হাদির জীবন, আদর্শ ও সংগ্রাম নতুন প্রজন্মের সামনে তুলে ধরা এবং বইকে প্রতিরোধ ও মুক্তচিন্তার হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠা করাই এই বইমেলার মূল উদ্দেশ্য।

তিনি আরো জানান, বইমেলায় বিভিন্ন প্রকাশনার স্টল থাকবে। পাশাপাশি স্মরণসভা, আলোচনা সভা, সেমিনার, তরুণ লেখক ও পাঠকদের অংশগ্রহণে মতবিনিময় অনুষ্ঠান এবং শহীদ ওসমান হাদির জীবন ও সংগ্রামভিত্তিক বিশেষ আয়োজন রাখা হয়েছে।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, এই বইমেলা কেবল একটি সাংস্কৃতিক আয়োজন নয়, বরং এটি হবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর, চিন্তার স্বাধীনতা ও ন্যায়বিচারের পক্ষে উচ্চকণ্ঠ হওয়ার একটি মিলনমঞ্চ।

এ সময় ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, শহীদ শরিফ ওসমান হাদির যে সাংস্কৃতিক লড়াই, সেটাকে এগিয়ে নিতে আমাদের এই আয়োজন।

তিনি জানান, প্রতিবছর ধারাবাহিকভাবে এই বইমেলা আয়োজন করা হবে।

গোলাম রব্বানীকে অব্যাহতি, দায়িত্ব পেলেন ছিদ্দিকুর রহমান খান

জবির স্টাফ বাসে কর্মকর্তার বিরুদ্ধে ছাত্রীদের হেনস্তার অভিযোগ

নিয়োগে অনিয়ম, খুবির দুই শিক্ষক সাময়িক বহিষ্কার

প্রথম আলো ও সমকাল একপেশে সংবাদ প্রকাশ করেছে : চাকসু জিএস

গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হলো নওগাঁ বিশ্ববিদ্যালয়, বাড়ল আবেদনের সময়সীমা

ব্রাকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণা ২৫ ফেব্রুয়ারি

শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৩ ও ১৪ জানুয়ারি, প্রতি আসনে লড়ছেন ৪৬ জন

বাংলাদেশ ইতিহাস সমিতির নেতৃত্বে অধ্যাপক জামাল ও রেজাউল করিম

৭ কোটি টাকায় গড়া লেক ভরাট করে নির্মিত হচ্ছে গ্যারেজ

ঢাবিতে ৩ দিনব্যাপী নন-ফিকশন বইমেলা শুরু