হোম > ফিচার > ক্যাম্পাস

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বাকৃবির ১২ জন গবেষক

প্রতিনিধি, বাকৃবি

বিশ্বের সেরা দু’শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১২ জন গবেষক। যুক্তরাষ্ট্রের খ্যাতনামা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ার’ সম্প্রতি এ তালিকা প্রকাশ করে।

গবেষকদের প্রকাশিত প্রবন্ধ, সাইটেশন, এইচ-ইনডেক্স, কনসিস্টেন্সি এবং সহ-লেখকদের প্রভাবের ভিত্তিতে প্রণীত এ তালিকায় বাংলাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে মোট ২৮৬ জন গবেষক স্থান পেয়েছেন।

বাকৃবির গবেষকদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. এহসানুল কবীর।

দ্বিতীয় স্থানে কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান খান এবং তৃতীয় স্থানে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল মজিদ।

এছাড়া তালিকায় রয়েছেন প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তাহজিব-উল-আরিফ, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কে এম গোলাম দস্তগীর, মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. তানভীর রহমান, অধ্যাপক ড. এস এম লুৎফুল কবির, ভেটেরিনারি অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম, একোয়াকালচার বিভাগের সহকারী অধ্যাপক মো. ফজলে রোহানী, ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহান, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হান্নান এবং কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

এ সাফল্য প্রসঙ্গে অধ্যাপক ড. এহসানুল কবীর বলেন, ‘নিজের দীর্ঘদিনের গবেষণাপ্রচেষ্টা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়া সত্যিই আনন্দের ও গর্বের বিষয়। এ অর্জন আমার একার নয়, সহকর্মী, শিক্ষার্থী এবং গবেষণার প্রতিটি ধাপে যারা সহযোগিতা করেছেন, তাদের সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। এই স্বীকৃতি শুধু আমাকে নয়, বরং আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আরও উদ্যমী করে তুলবে।’

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবি শিবিরের মানববন্ধন

শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের ঘটনায় জাকসুর নিন্দা

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ ঢাকা কলেজ

পরিবর্তনের প্রত্যাশায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে উত্তাল শাহজালাল বিশ্ববিদ্যালয়

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে রাবি ছাত্রদলের মানববন্ধন

যথাসময়ে শাকসু নির্বাচনের দাবিতে শাবিপ্রবির প্রশাসনিক ভবনে তালা

শাকসু নির্বাচন বন্ধে হাইকোর্টে রিট, শিক্ষার্থীদের বিক্ষোভ