হোম > ফিচার > ক্যাম্পাস

চবিতে ওসমান হাদির স্মরণে দেওয়াল লিখন-গ্রাফিতি

প্রতিনিধি, চবি

শহীদ শরীফ ওসমান হাদির সংগ্রামকে দেশব্যাপী ছড়িয়ে দিতে ও তার হত্যার বিচারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেওয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট, রেলস্টেশন, অগ্রণী ব্যাংক ও আবাসিক হলসমূহসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় এসব দেওয়াল লিখন ও গ্রাফিতি আঁকা হয়। ইনকিলাব মঞ্চ চবি শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

দেয়াল লিখন ও গ্রাফিতিতে শহীদ ওসমান হাদির ‘জান দেব, জুলাই দেব না’, ‘আমি আমার শত্রুর সাথেও ইনসাফ করতে চাই’, দাসত্ব যে জমিনের নিশ্চল নিয়তি, লড়াই সেখানে সর্বোত্তম ইবাদত’, ‘গণহত্যাকারীর বিপক্ষে মজলুমের গালি হইলো মহাকাব্য’ ইত্যাদি বাণী তুলে ধরা হয়েছে।

চবি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক রাফসান রাকিব বলেন, শরিফ ওসমান হাদি ভাইয়ের আন্দোলনকে জীবিত রাখার জন্য এবং তাঁর বিচারের দাবিতে আমরা গ্রাফিতি অঙ্কন কর্মসূচি পালন করছি। গ্রাফিতিতে ওসমান হাদির কোটেশনগুলো লেখা হচ্ছে। তিনি কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে যে লড়াই চালিয়ে গিয়েছিলেন তা ধরে রাখতে এবং তার হত্যার বিচার দাবিতে আমরা এখনো রাজপথে আছি।

চবির ইনকিলাব মঞ্চের যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাদিম মাহমুদ উল্লাস। এই কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, হাদি ভাইকে হত্যা করা হয়েছে সাত দিন হয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত সরকার বিচার নিশ্চিত করতে পারেনি।

সরকার উল্টো ৯০ দিনের সময় নির্ধারণ করে দিয়ে আমাদের সাথে একপ্রকার ফাজলামো করেছে। জুলাইয়ের উপর প্রতিষ্ঠিত সরকার জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা ওসমান হাদির খুনিদেরকে গ্রেফতার করতে পারেনি৷

জবিতে ৩০ ডিসেম্বর ক্লাস-পরীক্ষা বন্ধ

জবি ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ ডিসেম্বর

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে প্রত্যাশা ও রাজনৈতিক দর্শনের সংকলন

রাবিতে শহীদ ওসমান হাদি স্মরণে আলোচনা ও নিবেদিত কবিতা পাঠ

হাবিপ্রবিতে ৫৭৬ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন

শাবিপ্রবিতে ভর্তি আবেদন ৭২ হাজার শিক্ষার্থীর

হাদির হত্যার প্রতিবাদে যোগ দেওয়ায় ছাত্রদল নেতার পদ স্থগিত

জাবিতে প্রক্সি দিতে আসা ঢাবি শিক্ষার্থীসহ দুইজনকে কারাদণ্ড

বেরোবিতে দুই ভবনের নাম পাল্টে শহীদ আবরার ফাহাদ-ওসমান হাদি নামকরণ

হাদির পাশে দাঁড়ানোর মতো এই বাংলাদেশে কেউ নেই: রাবি উপাচার্য