হোয়াটসঅ্যাপের নতুন অ্যান্ড্রয়েড বেটা সংস্করণে ভিডিও কলে ইমোজি রিঅ্যাকশন এবং হাত তোলার সুবিধা যুক্ত হয়েছে। অ্যান্ড্রয়েড অথরিটি এই নতুন ফিচারটি প্রথম শনাক্ত করেছে। এমন খবর দিয়েছে দ্য ভার্জ।
গুগল মিটের মতো, হোয়াটসঅ্যাপে ভিডিও কলে এখন নির্দিষ্ট কিছু ইমোজি ব্যবহার করা যাবে, যার মধ্যে থাম্বস আপ এবং হার্ট ইমোজি রয়েছে। তবে এই অপশনগুলো সরাসরি দৃশ্যমান না থেকে তিন-ডট মেনুর ভেতরে রাখা হয়েছে।
নতুন ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং কবে নাগাদ সকল ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হবে তা দ্রুতই জানা যাবে বলে জানা গেছে।