হোম > জুলাই বিপ্লব

মানারাত ইউনিভার্সিটির শহীদ শাকিলের কবর জিয়ারত

আতিকুর রহমান নগরী

জুলাই বিপ্লবে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শহীদ শাকিল হোসেনের কবর জিয়ারত করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জুলাই বিপ্লব ২০২৪-এর বর্ষপূর্তি স্মরণে লক্ষ্মীপুরে শাকিলের কবর জিয়ারত করেন তারা।

সকালে কবর জিয়ারতের উদ্দেশে ঢাকা থেকে রওয়ানা দেন স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো. মাহাবুব আলমের নেতৃত্বে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা।

শহীদ শাকিল হোসেনের গর্বিত বাবা বেলায়েত হোসেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক রফিকুল আমীন খান, বিজনেস ক্লাবের সভাপতি শেখ তাকিব হাসান, সিএসই ক্লাবের সভাপতি আনিস উদ্দৌলা, বিজনেস ক্লাবের সাবেক সভাপতি নাজমুস সাকিব, সানজিদ, আহমেদ মনসুর, ডিবেট ক্লাবের জেনারেল সেক্রেটারি মাহফুজুর রহমান, বিজনেস ক্লাবের জেনারেল সেক্রেটারি কাজী মো. জাবেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শাকিল হোসেন হত্যার বিচার দাবি করেন। তারা শহীদ শাকিল হোসেনের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। মোনাজাত শেষে শহীদ শাকিলের বৃদ্ধ বাবা-মাসহ পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন।

স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন মো. মাহাবুব আলম এ সময় শহীদ শাকিলের পরিবারের সদস্যদের যে কোন প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রবের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৮ জুলাই রাজধানী ঢাকার উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহীদ হন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের মেধাবী ছাত্র শাকিল হোসেন পারভেজ।

শাকিল ছাড়াও আন্দোলনে ৫ আগস্ট আশুলিয়া এলাকায় বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের ছাত্র আহনাফ আবির আশরাফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। এই দুই শহীদ ছাড়াও আন্দোলনে আহত হন বিভিন্ন বিভাগের অনেক ছাত্রছাত্রী।

বিশ্ববিদ্যালয়ের ওই দুই শহীদ ও আহত ছাত্রছাত্রীসহ ঐতিহাসিক জুলাই বিপ্লব ২০২৪-এর বর্ষপূর্তি স্মরণে ১৮ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৫ পর্যন্ত পক্ষকালব্যাপী উদযাপন অনুষ্ঠান ঘোষণা করে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এরই অংশ হিসেবে শুক্রবার শহীদ শাকিল হোসেনের কবর জিয়ারত করা হয়।

বিকেএসপিতে জুলাই বিপ্লবে আহত যোদ্ধাদের বিশেষ প্রশিক্ষণ ক্যাম্পের সনদ প্রদান

দ্রুত ফাঁসির রায় কার্যকর চায় শহীদ শিশুদের পরিবার

বাবুগঞ্জে ৩ শহীদ পরিবারের প্রতিক্রিয়া, ‘রায় ঘোষণা নয়, দ্রুত কার্যকর চাই’

জুলাই যোদ্ধাকে বাদী সাজিয়ে বানোয়াট মামলা

অর্থাভাবে অপারেশন করাতে পারছেন না জসিম

মাদরাসা ও সংসার হারিয়ে দিশেহারা জুলাইযোদ্ধা শফিকুর

গুলি খেয়ে কাতরাচ্ছিলেন তাইম, দাঁড়িয়ে উপভোগ করছিল পুলিশ

স্বামী হত্যাকারীদের ফাঁসি চান শহীদ মিজানুর রহমানের স্ত্রী

টিয়ারশেলের স্প্লিন্টারের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন রাফি

অবহেলার শিকার শহীদ নুরুল মোস্তফার পরিবার