হোম > জাতীয়

জনস্বার্থে নতুন নতুন গবেষণা নিয়ে চিন্তা করার আহ্বান বিজ্ঞান সচিবের

বিসিএসআইআর’র গবেষকদেরকে

স্টাফ রিপোর্টার

বিসিএসআইআর’র গবেষকদের জনস্বার্থে নতুন নতুন গবেষণা নিয়ে চিন্তা করার আহ্বান জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। বিজ্ঞানীরা তাদের মতো করে কাজ করবেন। তারা দেশের মানুষের চাহিদা অনুযায়ী গবেষণা করবেন। এতে মন্ত্রণালয় থেকে কোনো বাধা থাকবে না বলে জানান তিনি।

বৃহস্পতিবার বিসিএসআইআর’র সভাকক্ষে “বিসিএসআইআর-এর গবেষণা ও উদ্ভাবন সম্পর্কিত অবহিতকরণ” শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সচিব এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর চেয়ারম্যান ড. সামিনা আহমেদ।

অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আরো বলেন, ব্যবসায়ীদের সুবিধার্থে বন্দরের ল্যাব সপ্তাহের সাত দিনই খোলা রাখার ঘোষণা দেয়া হয়েছে। প্রযুক্তির এই যুগে বিভিন্ন দেশের যে অগ্রগতি হয়েছে তার মূলে রয়েছে গবেষণার মাধ্যমে নতুন নতুন উদ্ভাবন।

বাংলাদেশের উন্নয়নেও গবেষণা কাজের বিকল্প নেই উল্লেখ করে সচিব বলেন, আমাদের দেশে নানান গবেষণা হয়। কিন্তু অনেক ক্ষেত্রেই সেগুলো সাধারণ মানুষ জানেন না। প্রচারণার অভাবে বিসিএসআইআর-এর চার দেয়ালের ভিতরেই রয়ে গেছে । আবার বিভিন্ন সীমাবদ্ধতার কারণে অনেক গবেষণা শেষ পর্যন্ত বাস্তবে প্রয়োগ করা হয় না। এ প্রসঙ্গে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দুইটি উদ্যোগ ‘রিসার্চ টু মার্কেট’ এবং ‘ইনোভেট টু মার্কেট’ এর বিষয় অবতারণা করেন।

সচিব আরো বলেন, একই ধারাবাহিকতায় দেশে প্রথমবারের মত আয়োজন করা হচ্ছে ‘ইনোভেট টু মার্কেট’ যেটি আগামী এপ্রিল ২০২৬ এ অনুষ্ঠিত হবে। তিনি সাংবাদিক প্রতিনিধিদেরকে বিজ্ঞানীদের পক্ষ থেকে বিভিন্ন গবেষণা কার্যক্রম ও উদ্ভাবনীসমূহ প্রচার করার জন্য অনুরোধ জানান।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে বিসিএসআইআর’র চেয়ারম্যান ড. সামিনা আহমেদ প্রতিষ্ঠানটির বিদ্যমান আইন, প্রবিধানমালা এবং বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। বিসিএসআইআর কর্তৃক ৩০টির মতো উদ্ভাবিত প্রযুক্তি বাজারজাতকরণসহ নানা বিষয়ে উপস্থাপন করেন দেশের বিশিষ্ট এই বিজ্ঞানী। তবে প্রচার ঘাটতি থাকায় বিসিএসআইআর’র এসব প্রোডাক্ট সম্পর্কে মানুষের কম ধারণা রয়েছে বলে তিনি স্বীকার করেন। এজন্য তিনি গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছেন।

নির্বাচনে এবার ভোটার ১২ কোটি ৭৭ লাখ

কূটনীতিদের সঙ্গে ইসির বৈঠক রোববার

ভারতীয় কূটনীতিকদের পরিবার সরানোর বিষয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

গণতান্ত্রিক রূপান্তরে বাংলাদেশের ‘পাশে থাকবে’ ‍যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই সংগ্রামের অবিসংবাদিত নেতা মওলানা ভাসানী

ভোট গণনায় সময় বেশি লাগার কারণ জানালেন ইসি সচিব

বাংলাদেশে জামায়াতকে ‘বন্ধু’ হিসেবে চায় যুক্তরাষ্ট্র

মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন’: চীন দূতাবাস

চীন-বাংলাদেশ সম্পর্কোন্নয়নে যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকি তৈরি হয়েছে

নির্বাচনে ছুটি পাবেন না যে সরকারি চাকরিজীবীরা