হোম > জাতীয়

ইসির ১১৯ মামলা, জরিমানা সোয়া ১২ লাখ টাকা

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গত ৮ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত ১১৯টি মামলা এবং ১২ লাখ ২৪ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব এবং এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) সাইফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে মাঠপর্যায়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় মামলা-জরিমানার মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাতে কেউ বিধিমালা অমান্য না করে।

ইসির প্রতিবেদন অনুযায়ী, এ সময়কালে দেশের ১৭৬টি নির্বাচনি এলাকায় মোট ১৯২টি আচরণবিধি লঙ্ঘনের ঘটনা শনাক্ত হয়। এসব ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে ১২ লাখ ২৪ হাজার ৩০০ টাকা এবং ১১৯টি মামলা করা হয়েছে।

ত্রয়োদশ নির্বাচনে প্রায় দুই হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত নির্বাচনি প্রচার চালাতে পারবেন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

গণভোটের পর সরকারের মেয়াদ বাড়ছে—এমন দাবি ভিত্তিহীন: সরকার

সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চলমান সহিংসতায় আসকের উদ্বেগ

অপসংস্কৃতি মানুষকে অসুন্দরের পথে নিয়ে অন্ধকারে ঠেলে দেয়

দায়িত্ব নেয়ার দিন থেকেই বিদায়ের প্রস্তুতি নিয়ে রেখেছি

জুলাই সনদের মূল কথা মানুষের অধিকার বুঝিয়ে দেওয়া

শনিবার শুরু হচ্ছে যাকাত ফেয়ার

১৪ বছর পর করাচি গেল বিমানের ফ্লাইট

সরকারি চাকরিজীবীরা ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে ভোট চাইতে পারবেন না

নির্বাচনে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান সেনাপ্রধানের

নাইকো মামলায় রায়: বাংলাদেশ পাবে ৪২ মিলিয়ন ডলার