হোম > জাতীয়

খালেদা জিয়ার জানাজা ও দাফনের সময় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান বিএনপির

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাফনের সময় শান্তি-শৃঙ্খলা ও ভাবগাম্ভীর্য বজায় রাখার আহ্বান জানিয়েছে বিএনপি।

মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে এ আহ্বান জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে দাফন করা হবে। জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের নতুন খতিব আবদুল মালেক। সবাইকে সুশৃঙ্খলভাবে জানাজায় অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, আপনারা সবাই জানেন যে- বেগম খালেদা জিয়া রাজনৈতিক জীবনের প্রায় সমস্ত অংশটাই তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং গণতন্ত্রের মূল্যবোধগুলোকে প্রতিষ্ঠা করার জন্য তিনি আজীবন কাজ করে গেছেন। তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন যখন প্রধানমন্ত্রী হয়েছেন তখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তিনি কাজ করেছেন। জনগণের উন্নয়নের জন্য কাজ কাজ করেছেন। যখন বিরোধী ছিলেন তখনও তিনি একইভাবে সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করেছেন। আজকে সেই নেত্রীর ইন্তেকালে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি সাধিত হল।

তিনি বলেন, আমরা সবাই অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে এই জানাজায় অংশগ্রহণ করব। আমি বাংলাদেশের সকল স্তরের মানুষের কাছে অনুরোধ জানাবো আপনারা সেই শৃঙ্খলা মেনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে জানাজা পড়বেন এবং তারপরে তাকে দাফনের অংশগ্রহণ করবে। যাদের দায়িত্ব তারাই অংশগ্রহণ করবে। আপনারা কেউ এই নিয়ম ভঙ্গ করে ছবি তোলার জন্য সামনের দিকে এগিয়ে যাবেন না।

বিএনপির মহাসচিব আরও বলেন, সাত দিন আমাদের কালো পতাকা আমরা ধারণ করব। কালো ব্যাচ ধারণ করব। পতাকা কালো পতাকা উঠবে প্রত্যেকটি কার্যালয়ের দলীয় কার্যালয়ে এবং প্রত্যেক কার্যালয়ে দোয়া পড়া হবে। কোরআন তেলাওয়াত হবে। এ বিষয়গুলো আমরা সবাই পালন করবেন।

খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে ২৮ কূটনীতিকদের স্বাক্ষর

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি হারিয়েছে একজন অভিভাবক: হানিফ সংকেত

পাঁচ নির্বাচনে ২৩ আসনে লড়েছেন খালেদা জিয়া

রাষ্ট্রীয় শোক চলাকালে ঢাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও শোভাযাত্রা নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজা উপলক্ষে চলবে অতিরিক্ত মেট্রোরেল

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের ছুটির প্রজ্ঞাপন জারি

যেসব কারণে ইতিহাসের পাতায় চিরঅম্লান হয়ে থাকবেন খালেদা জিয়া

খালেদা জিয়ার মৃত্যুতে মালদ্বীপের রাষ্ট্রপতির শোক

পোস্টাল ভোটে নিবন্ধনের সময় বাড়লো

নারী শিক্ষার বৈপ্লবিক পরিবর্তন ঘটান খালেদা জিয়া