হোম > জাতীয়

অন্তর্বর্তী সরকারের সময়েও নারীরা লাঞ্ছিত হচ্ছে: হাসান হাফিজ

স্টাফ রিপোর্টার

কবি হাসান হাফিজ বলেন, নারীদের পুরুষশাসিত সমাজে উঠে আসা একটু কষ্টকর। অন্তর্বর্তী সরকারের সময়ে এসেও নারীরা লাঞ্ছিত হচ্ছে। আমরা এরজন্য দুঃখ প্রকাশ করছি।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সাপ্তাহিক পঙক্তি পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তির অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

হাসান হাফিজ বলেন, নারীর অধিকার আদায়ে পঙক্তি পত্রিকা এবং এর সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না সাহসী ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছি। এই আধুনিক সময়ে এসেও নারীরা সমানাধিকার পাচ্ছেন না। নারীরা তাদের সমান অধিকার নিশ্চিতে পান্না ও তার পত্রিকা অগ্রগামী ভূমিকা রাখবে। আজকে সাপ্তাহিক পত্রিকার সম্পাদক হলেও সামনে তাকে দৈনিক পত্রিকার হিসেবে দেখতে পাওয়ার আশা প্রকাশ করেন হাসান হাফিজ।

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে একটা পত্রিকা বের করা কতটা কঠিন। একজন নারী হলে সেই কাজটা আরও একটু বেশি কঠিন হয়। আজকে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে, সাহস আছে বলেই পারছে। যেহেতু পঙতি সাহিত্য সাংস্কৃতি নিয়ে পত্রিকাটা বের হচ্ছে, সেহেতু সংস্কৃতিকে গুরুত্ব দিতে হবে। রাজনৈতিক বিপ্লবের চেয়ে সাংস্কৃতিক বিপ্লব আরও বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং এই জাতিকে বাঁচাতে হলে সাংস্কৃতিক বিপ্লব করতে হবে।

সাপ্তাহিক পঙক্তি পত্রিকার সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্নার সভাপতিত্বে আরও বক্তব্য দেন কবি আব্দুল মান্নান, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মানিক মুনতাসীর, মফিজুল ইসলাম বাবু, কবি মোশাররফ হোসেন, আইয়ূব আনসারি প্রমুখ।

জাতীয় ঐকমত্য কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

ফ্যাসিবাদী সরকার জাতিকে বুদ্ধিবৃত্তিক দরিদ্র করার চেষ্টা চালিয়েছে

৯০ হাজার সেনা নামছে

কল্যাণরাষ্ট্র গঠন করতে হলে নবীনদের সৃজনশীলতার উদ্যোগ প্রয়োজন

খামারি-কৃষকদের বিদ্যুৎ বিলের বৈষম্য দূর করতে পদক্ষেপ নিচ্ছে সরকার

স্বাধীনতা ছাড়া বিচার বিভাগ কার্যত বিচার বিভাগই নয়: বিচারপতি মইনুল

দেশে সব খারাপ কাজের শুরু ১৯৭৩ সালে আ.লীগের হাতে

তিন দাবিতে অনশনে যাচ্ছে প্রাথমিকের শিক্ষকরা

সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার বদ্ধপরিকর: নির্বাচন কমিশনার

জেলেদের জীবিকা নিশ্চিত করা জরুরি: প্রাণিসম্পদ উপদেষ্টা