হোম > জাতীয়

জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

আমার দেশ অনলাইন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেবেন। মঙ্গলবার দুপুর ১২টায় তিনি ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গত ২৩ নভেম্বর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ নভেম্বর তার ফুসফুসে সংক্রমণ দেখা দিলে কেবিন থেকে ‘ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে’ স্থানান্তর করা হয়।

৮০ বছর বয়সি বেগম খালেদা জিয়া বিভিন্ন জটিল ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এর মধ্যে রয়েছে লিভার সংক্রান্ত জটিলতা, কিডনি সংক্রান্ত জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আথ্রাইটিস ও ইনফেকশনজনিত সমস্যা।

বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্ম গ্রহণ করেন। তার বাবা ইস্কান্দার মজুমদারের বাড়ি ফেনী জেলার পরশুরামের শ্রীপুর গ্রামে। মা তৈয়বা বেগমের জন্ম পঞ্চগড় জেলার বোদা উপজেলার চন্দনবাড়ীতে। তাদের তিন মেয়ে ও দুই ছেলের মধ্যে খালেদা জিয়া তৃতীয়।

আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি জীবন উৎসর্গ করেছেন দেশের জন্য

ঢাবি কেন্দ্রীয় মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল

ছবিতে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন

খালেদা জিয়ার মৃত্যুতে চীনের রাষ্ট্রদূতের শোক প্রকাশ

খালেদা জিয়ার জানাজা ও দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়: প্রেস সচিব

খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোক

খালেদা জিয়ার সময়ে ইরানের সাথে সম্মানের ভিত্তিতে সম্পর্ক গড়ে উঠেছিল

খালেদা জিয়ার আপসহীন ভূমিকা জাতিকে অনুপ্রাণিত করেছে

খালেদা জিয়ার জানাজা-দাফন ঘিরে নিরাপত্তা জোরদার করা হচ্ছে

খালেদা জিয়ার প্রয়াণে আমি শোকাহত: মমতা ব্যানার্জি