হোম > জাতীয়

খালেদা জিয়ার আসনে নির্বাচন স্থগিত হচ্ছে না

স্টাফ রিপোর্টার

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে মনোনয়নপত্র জমা দেওয়া তিনটি আসনের কোনটিতে নির্বাচন স্থগিত হচ্ছে না। নির্বাচন কমিশন (ইসি) এ সিদ্ধান্ত নিয়েছে। ইসি বলছে, মনোনয়নপত্র বৈধ না হাওয়ায় স্থগিত করা হচ্ছে না।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ আমার দেশকে মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নির্বাচন যথানিয়মে হবে। প্রার্থী চূড়ান্ত হওয়ার পর অংশগ্রহণকারী কোনো প্রাথীর মৃত্যু হলে ওই আসনে নির্বাচন স্থগিত রেখে পুনঃতফসিল দিয়ে নির্বাচন করা লাগত। এই ক্ষেত্রে এ সংকট নেই।

গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল করে এএমএম নাসিরউদ্দিনের কমিশন। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট হবে। গতকাল সোমবার প্রাথীদের মনোনয়নপত্র জমার শেষদিন। আজ ৩০ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি বৈধ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে।

৩০০ সংসদীয় আসনের মধ্যে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া তফসিল ঘোষিত নির্বাচনে তিনটি আসনে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। আসনগুলো হচ্ছে, বগুড়া-০৭, ফেণী-০১ ও দিনাজপুর-০৩। এসব আসনে শারীরিক অসুস্থতা বিবেচনায় ধানের শীষের প্রতীকে বিকল্প প্রার্থীকে মনোনয়ন দিয়েছে।

মঙ্গলবাার ভোরে বেগম খালেদা জিয়া মারা যান। প্রশ্ন উঠেছে, নির্বাচন স্থগিত হবে কী না? তবে, নির্বাচন বৈধ প্রাথী যাচাইয়ের আগে মারা যাওয়ায় নির্বাচন যথাসময়ে হবে। মনোনয়নপত্র জমা দেওয়া বিএনপির চেয়ারপার্সনের আসনে ভোট হচ্ছে ঘোষিত তফসিল আনুযায়ী।

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি হারিয়েছে একজন অভিভাবক: হানিফ সংকেত

পাঁচ নির্বাচনে ২৩ আসনে লড়েছেন খালেদা জিয়া

রাষ্ট্রীয় শোক চলাকালে ঢাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও শোভাযাত্রা নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজা উপলক্ষে চলবে অতিরিক্ত মেট্রোরেল

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের ছুটির প্রজ্ঞাপন জারি

যেসব কারণে ইতিহাসের পাতায় চিরঅম্লান হয়ে থাকবেন খালেদা জিয়া

খালেদা জিয়ার মৃত্যুতে মালদ্বীপের রাষ্ট্রপতির শোক

পোস্টাল ভোটে নিবন্ধনের সময় বাড়লো

নারী শিক্ষার বৈপ্লবিক পরিবর্তন ঘটান খালেদা জিয়া

আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে ৫১ দল