হোম > জাতীয়

পুলিশের ট্রেনিং চলাকালে প্রশিক্ষণার্থী গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) প্রশিক্ষণ চলাকালে চায়না রাইফেলের গুলিতে এক প্রশিক্ষণার্থী গুরুতর আহত হয়েছেন। আহত ট্রেইনি রিক্রুট কনস্টেবলের (টিআরসি) নাম মো. মাসুম (১৯)।

গুলিবিদ্ধ হওয়ার পর তাকে উদ্ধার করে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে র‍্যাবের হেলিকপ্টারে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আনা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

সোমবার বেলা ১১টার দিকে গুলিবিদ্ধ মাসুমকে ঢামেকের জরুরি বিভাগে ভর্তি করা হয়। তিনি বর্তমানে ঢামেকের ওয়ার্ড ফর অর্থোপেডিক সার্জারি অ্যান্ড ইমার্জেন্সি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন।

মাসুমকে হাসপাতালে নিয়ে আসা ব্যক্তি জানিয়েছেন, টাঙ্গাইল মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের ফায়ারিং বাঁটে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে পরীক্ষা চলছিল। সে সময় হঠাৎ একটি চায়না রাইফেলের গুলি টিআরসি মো. মাসুমের বাম পাশের কাঁধে লাগে। গুলিবিদ্ধ হওয়ার পর তিনি মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত প্রশিক্ষক ও সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করেন।

ঘটনার পরপর পিটিসির মেডিকেল টিম প্রাথমিক চিকিৎসা দেয় এবং পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় তাকে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার উন্নতি না হলে র‍্যাবের হেলিকপ্টারে ঢাকায় আনা হয়। পুলিশ সদর দপ্তরের এআইজি মারুফ আব্দুল্লাহ ও এসআই তৌফিকুজ্জামান বিষয়টি তত্ত্বাবধান করেন।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা জানিয়েছেন, গুলিটি কাঁধের পেছন দিক দিয়ে প্রবেশ করেছে। প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, গুলিবিদ্ধ স্থানে মারাত্মক ক্ষত তৈরি হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এটি দুর্ঘটনাজনিত ঘটনা, নাকি অস্ত্র ব্যবহারে কোনো কারিগরি বা মানবিক ত্রুটি, তা খতিয়ে দেখতে একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে। প্রশিক্ষণ চলাকালে অস্ত্র ব্যবহারের নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না, সেটিও তদন্তের আওতায় আনা হয়েছে।

পরাজিত আধিপত্যবাদী শক্তির ফাঁদ থেকে বাঁচতে সতর্ক থাকতে হবে

রাজনৈতিক লড়াইয়ে জিততে হলে সাংস্কৃতিক লড়াইয়ে জিততে হবে

এনসিপির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

গণভোটে ‘হ্যাঁ’-তে সিল দেয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

সংখ্যালঘুদের ওপর হামলার ৬৪৫ ঘটনার মধ্যে ৭১টিতে সাম্প্রদায়িক উপাদান

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নাহিদ-আসিফ

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য থাকবে

নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত

দ্বৈত নাগরিকত্বধারী ও ঋণখেলাপিদের মনোনয়ন বাতিলের দাবিতে আল্টিমেটাম

শাকসু নির্বাচন বন্ধ করা আওয়ামী ফ্যাসিবাদী চরিত্রের পুনঃমঞ্চায়ন