হোম > বাণিজ্য

রিজার্ভ ৩ বছরের মধ্যে সর্বোচ্চ

আমার দেশ অনলাইন

গত তিন বছরের মধ্যে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে, যা বর্তমানে ৩৩ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৩০০ কোটি ডলার। এর আগে ২০২১ সালে রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছেছিল।

প্রবাসী আয় বৃদ্ধির কারণে ব্যাংকগুলো থেকে ডলার কিনে চলছে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া বিদেশি ঋণও আসছে। এতে বাড়ছে রিজার্ভ। মঙ্গলবার রিজার্ভ বেড়ে হয় ৩ হাজার ৩১৮ কোটি ডলার। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাবপদ্ধতি বিপিএম ৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ২ হাজার ৮৫১ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার নিলামের মাধ্যমে সাতটি ব্যাংক থেকে ৮ কোটি ৯০ লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে এসব ডলার কেনা হয়। এর ফলে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে ৩ দশমিক ১৩ বিলিয়ন বা ৩১৩ কোটি ডলার। এর মধ্যে শুধু ডিসেম্বর মাসেই ১ বিলিয়ন ডলারের বেশি কিনেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সম্প্রতি এক অনুষ্ঠানে বলেন, ডিসেম্বর শেষে রিজার্ভ ৩৪-৩৫ বিলিয়নে পৌঁছাবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা কোনো সংস্থার ঋণে নয়, নিজেদের দেশ থেকে ডলার কিনেই রিজার্ভ বাড়ানো হবে। এটাই ভালো সিদ্ধান্ত।

এদিকে চলতি মাসের প্রথম ২৯ দিনে প্রবাসী আয় ৩ বিলিয়ন ডলার বা ৩০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। ২৯ দিনে দেশে এসেছে ৩০৪ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট ৩ হাজার ৩৩ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে। তার আগের ২০২৩-২৪ অর্থবছরে এসেছিল ২ হাজার ৩৯১ কোটি ডলারের প্রবাসী আয়।

বিদায় ২০২৫, স্বাগতম ২০২৬

চট্টগ্রামে তিন থানার ওসি রদবদল

খালেদা জিয়ার জানাজার ময়দানে হাসিনার বিচারের দাবি জনতার

বেগম খালেদা জিয়ার কফিন বহন করলেন যে তিন আলেম

ধূমপানে জরিমানা: পাবলিক প্লেস বলতে যেসব স্থান বোঝাবে

খালেদা জিয়াকে বিদায় জানাতে ঢাকায় দেশের বিভিন্ন প্রান্তের মানুষের ঢল

২০২৫ সালে ৩৪ বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ

ধূমপায়ীদের জন্য দুঃসংবাদ, প্রকাশ্যে ধূমপানে বড় জরিমানা

ইংরেজি নববর্ষ উপলক্ষে বাংলাদেশিসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের স্পিকারের সাক্ষাৎ