খালেদা জিয়ার মৃত্যু
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন সরকার। আগামীকাল বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশিদ গণমাধ্যমকে এ বিষয়ে জানান।
মন্ত্রীপরিষদ সচিব বলেন, আগামীকাল বুধবার সংসদ ভবনে বাদ জোহর বেগম খালেদা জিয়ার জানাজা হবে। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে।