হোম > জাতীয়

ভোটে বিএনসিসি ক্যাডেট মোতায়েনে যাচাই করা হবে রাজনৈতিক সংশ্লিষ্টতা

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নির্বাচনি কাজে সহযোগিতার জন্য বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর ক্যাডেট মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে ক্যাডেটদের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই-বাছাইসহ সাতটি নির্দেশনা দিয়ে স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত ওই চিঠি থেকে এসব তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নির্বাচনি দায়িত্ব পালনে বিএনসিসি ক্যাডেট মোতায়েনের সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন।

নির্দেশনায় উল্লেখ করা হয়, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে বিএনসিসি ক্যাডেটরা ভোটারদের সারিবদ্ধ রাখা ও কেন্দ্রের শৃঙ্খলা রক্ষায় সহায়তা করবে। পাশাপাশি অসমর্থ, বয়স্ক, অসুস্থ ও গর্ভবতী ভোটারদের ভোটাধিকার প্রয়োগে সহযোগিতা করবে। ভোটকেন্দ্র ও ভোটকক্ষ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সরবরাহ এবং রিটার্নিং অফিসার বা প্রিজাইডিং অফিসারের নির্দেশনা অনুযায়ী নির্বাচনি কাজে সহায়তা করাও তাদের দায়িত্বের অন্তর্ভুক্ত থাকবে।

ইসির চিঠিতে বিএনসিসি ক্যাডেট মোতায়েনের ক্ষেত্রে সাতটি নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—নির্বাচনি দায়িত্ব দেওয়ার আগে ক্যাডেটদের দক্ষতা, নিরপেক্ষতা ও রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা বাধ্যতামূলক। রেজিমেন্ট কমান্ডাররা রিটার্নিং অফিসারের সঙ্গে সমন্বয় করে মোতায়েন পরিকল্পনা চূড়ান্ত করবেন। মেট্রোপলিটন এলাকা, জেলা সদর ও উপজেলা সদরে ক্যাডেট মোতায়েনকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। মেট্রোপলিটন এলাকার বাইরে মোতায়েনের ক্ষেত্রে যতদূর সম্ভব নিজ উপজেলায় দায়িত্ব না দেওয়ার নির্দেশনাও রয়েছে। প্রতিটি রিটার্নিং অফিসারের কার্যালয়ে ১০ জন করে এবং প্রতিটি ভোটকেন্দ্রে ন্যূনতম দুইজন করে বিএনসিসি ক্যাডেট মোতায়েন করতে হবে। তবে স্থানীয় চাহিদার ভিত্তিতে এই সংখ্যা পরিবর্তন করা যাবে।

চিঠিতে আরো বলা হয়েছে, রিটার্নিং অফিসারের কার্যালয়ে মোতায়েনকৃত ক্যাডেটরা ভোটগ্রহণের আগের দিন থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত দায়িত্ব পালন করবে। ভোটকেন্দ্রে মোতায়েনকৃত ক্যাডেটরা ভোটগ্রহণের আগের দিন থেকে কেন্দ্রভিত্তিক ফলাফল সহকারী রিটার্নিং অফিসারের কাছে জমা দেওয়া পর্যন্ত দায়িত্বে থাকবে।

নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, মোতায়েনকৃত কোনো ক্যাডেট নির্বাচনে অংশগ্রহণকারী কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর পক্ষে কিংবা গণভোটের পক্ষে-বিপক্ষে কোনো ধরনের প্রচারণায় অংশ নিতে পারবে না। একইভাবে ভোটারদের কোনো দল, ব্যক্তি বা মতের পক্ষে বা বিপক্ষে প্রভাবিত করাও নিষিদ্ধ থাকবে। এছাড়া নির্বাচনি দায়িত্ব পালনের আগে বিএনসিসি ক্যাডেটদের প্রশিক্ষণ দেওয়া হবে। এ ক্ষেত্রে রেজিমেন্ট কমান্ডাররা রিটার্নিং অফিসার ও সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে প্রশিক্ষণ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করবেন। চিঠিতে আরো উল্লেখ করা হয়েছে, বিএনসিসি ক্যাডেটদের নির্বাচনি দায়িত্ব পালন ও প্রশিক্ষণ কার্যক্রমের ব্যয় চাহিদা অনুযায়ী নির্বাচন কমিশন সচিবালয়ের বাজেট থেকে বহন করা হবে।

সেনাপ্রধানের সঙ্গে চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গণভোট ও সংসদ নির্বাচন: ব্যয় ছাড়াচ্ছে ৩ হাজার ১০০ কোটি টাকা

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে নামছে ঐক্যবদ্ধ ছাত্র সংসদ

কেন বাংলাদেশিদের জন্য দরজা বন্ধ করছে বিশ্ব, জানালেন প্রধান উপদেষ্টা

ভোটের আগে অনুদান ও সংবর্ধনায় ইসির নিষেধাজ্ঞা

কয়লার অভাবে অনিশ্চিত পটুয়াখালী বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন

জাতীয় নির্বাচনে চূড়ান্ত ভোটকেন্দ্র প্রকাশ করলো ইসি

হাদি হত্যা মামলা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী রুবেল আবারো রিমান্ডে

গত বছর ১২৬টি ঘটনায় বাংলাদেশ নিয়ে ভুয়া তথ্য ছড়িয়েছে ভারতীয়রা

ভারতীয় কূটনীতিকদের পরিবার সরিয়ে নেওয়ার বিষয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা