সাংবাদিকদের দুদক চেয়ারম্যান
নির্বাচনি হলফনামায় উল্লেখ করা হয়নি এমন সম্পদের মালিকদের আগামীতে শাসক হিসেবে চান না দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। সেই সঙ্গে আগামী দিনের শাসকরা যেন অবশ্যই ন্যায়নিষ্ঠ হন সেই প্রত্যাশাও ব্যক্ত করেছেন তিনি।
রোববার (১১ জানুয়ারি) দুদকের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র্যাক) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এমন প্রত্যাশার কথা জানান তিনি।
দুদক চেয়ারম্যান বলেন, ২০০৮ সালের নির্বাচনি হলফনামায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পদের যে বিবরণী দিয়েছিলেন এবং বাস্তবে যে সম্পত্তি আমরা পেয়েছি, তার মধ্যে বিস্তর ব্যবধান ছিল। ওই সময়ে যদি দুর্নীতি দমন কমিশন ও নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করত, তাহলে সেই সময়েই তার প্রার্থিতা বাতিল হওয়ার কথা ছিল, কিন্তু সেটি হয়নি।
প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে হলফনামায় উল্লিখিত তথ্য যাচাইয়ে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, অল্প সময়ের মধ্যে আমাদের পক্ষে অতি সূক্ষ্মভাবে কাজ করা কঠিন। কোনো ব্যক্তির সম্পদের ব্যাপারে যদি আপনাদের সন্দেহ থাকে, তবে অবশ্যই সেই তথ্য সবার আগে আমাদের দিন। আপনারা নিজেরাও তো অনুসন্ধানকারী, অনুসন্ধান করে আমাদের সহায়তা করুন। হলফনামায় উল্লেখ করা হয়নি এমন সম্পদের মালিক আগামী দিনে শাসক হিসেবে আসুক তা আমরা চাইব না।
আগামীতে ন্যায়নিষ্ঠ ব্যক্তিরা শাসক হবেন এমনটা প্রত্যাশা করে দুদক চেয়ারম্যান বলেন, আমাদের লক্ষ্য সবার জন্য সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিত করা। তাই ন্যায়নিষ্ঠ ও সুবিচারসম্পন্ন একটি রাষ্ট্র গঠনে দুর্নীতি নিরসন অত্যন্ত জরুরি। আমাদের প্রত্যাশা থাকবে, আগামীতে যারা শাসক হবেন, তারা যেন অবশ্যই ন্যায়নিষ্ঠ হন।