হোম > জাতীয়

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সকলের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন: শারমীন এস মুরশিদ

স্টাফ রিপোর্টার

সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সকলের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। মঙ্গলবার রাজধানীর গুলশানে একটি হোটেলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ‘মাল্টি স্টেকহোল্ডার কনসালটেশন অন আউটকাম অব দ্য সিক্সটি-নাইন সেশন অন দ্য কমিশন অন দ্য স্ট্যাটাস অব ওমেন (সিএসডব্লিউ) কনসালটেশন’ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এ কথা বলেন।

কর্মশালায় তিনি বলেন, ‘নারীর অগ্রগতিকে এগিয়ে নিতে ও নারীর সক্ষমতা বৃদ্ধিতে সরকারের পাশাপাশি স্যোশাল সোসাইটির সমন্বিত উদ্যোগ ও কার্যক্রমকে এগিয়ে নিতে হবে।’

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব প্রকাশ কান্তি চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় নারী সংস্কার কমিশনের প্রধান শিরীন শারমিন হক, ইউএনওমেন এর রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলি সিং এবং মন্ত্রণালয়ের যুগ্মসচিব দিলারা বেগম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এতে উপদেষ্টা বলেন, নারী ও মেয়েদের জন্য সামাজিক সুরক্ষা ব্যবস্থা সম্প্রসারণ এবং অর্থনৈতিক সুযোগ সৃষ্টিতে সরকার কাজ করছে। নারী সংস্কার কমিশনের রিপোর্টে নারীর অধিকার ও সমতা অর্জন এবং অর্থনৈতিক উন্নয়নেও নারী কমিশন কাজ করছে। এই কমিশনে জুলাই বিপ্লবে যোদ্ধা হিসেবে প্রায় ৭০ শতাংশ নারীর সক্রিয় অংশগ্রহণ রিপোর্টে থাকা প্রয়োজন। তিনি আরো বলেন, নারী পুরুষের সম্মিলিত প্রয়াসে বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে, তখন আমরা এ দেশের পুরুষতান্ত্রিক সমাজে এতদিনেও নারী নির্যাতনের মানসিকতার পরিবর্তন করতে পারিনি। সমাজের সব কাজে নারীর সমান অধিকার নিশ্চিত করতে না পারলে এ দেশের উন্নয়ন সম্ভব নয়। নারী ও শিশুর উপর যে নির্যাতন, সাইবার বুলিং হচ্ছে, তা প্রতিরোধে আমাদের সংস্কৃতিতে, মনোজগতে ও ধর্মীয় অনুশাসনের উপর গবেষণা প্রয়োজন। এছাড়াও সমাজে কিশোর গ্যাং বেড়েছে। এই কিশোর গ্যাং নিয়ন্ত্রণে আনতে হবে; আমাদের সাথে সকলের একসঙ্গে কাজ করা প্রয়োজন।

আ.লীগ-জাপাসহ ১৪ দল নিষিদ্ধ চেয়ে আইনি নোটিস জুলাই ঐক্যের

যারা ভোট বাক্স ডাকাতি করবে তারা স্বাধীনতা হরণকারী: প্রধান উপদেষ্টা

দেশের মানুষ সীমান্ত হত্যা বন্ধ চায়: আদিলুর রহমান

মুক্তিযুদ্ধ ছিল জুলুম ও বঞ্চনার বিরুদ্ধে সশস্ত্র প্রতিবাদ: ধর্ম উপদেষ্টা

পরাজিত ফ্যাসিস্ট শক্তি এ দেশের পবিত্র মাটিতে আর কোনোদিন ফিরবে না

ফ্যাসিস্ট-টেরোরিস্টদের অপচেষ্টা সফল হবে না: প্রধান উপদেষ্টা

আগামী নির্বাচন মাইলফলক আর গণভোট শত বছরের

অন্তরের অন্তস্তল থেকে হাদির জন্য আল্লাহর কাছে দোয়া করুন: প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণে খালেদা জিয়াকে নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা

বিজয় দিবসে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের শপথ নেয়ার আহ্বান হেফাজতের