রিউমার স্ক্যানার
২০২৫ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অর্থাৎ সাবেক টুইটারেই অন্তত ১২৬টি ঘটনায় বাংলাদেশ নিয়ে ভুয়া তথ্য ছড়িয়ে ভারতীয়রা বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করেছে বলে শনাক্ত করেছে রিউমার স্ক্যানার।
রিউমার স্ক্যানার জানায়, ২০২৫ সালে এক্স অর্থাৎ সাবেক টুইটারেই অন্তত ১২৬টি ঘটনায় বাংলাদেশ নিয়ে ভুয়া তথ্য ছড়িয়েছে ভারতীয়রা।
রিউমার স্ক্যানার আরও জানায়, ২০২৫ সালে প্ল্যাটফর্মভেদে বাংলাদেশ নিয়ে ভারতীয়দের অপতথ্য ফেসবুকে ৫৪টি, ইনস্টাগ্রামে ৩০টি, ইউটিউবে ২৫টি, টিকটকে ১টি, ভারতীয় গণমাধ্যমে ৩৮টি শনাক্ত করা হয়েছে।
রিউমার স্ক্যানার আরো জানায়, ২০২৪ সাল থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, পাশাপাশি দেশেও বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে, অন্তর্বর্তীকালীন সরকার, খাগড়াছড়ির বিষয়ে, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনের বিরুদ্ধে গুজব, ভুয়া তথ্য প্রচারের হার বৃদ্ধি পেয়েছে বলে প্রমাণ মিলেছে।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।