আজ ২৫শে জানুয়ারি শেখ মুজিবুর রহমান কর্তৃক আওয়ামী লীগ নিষিদ্ধকরণ দিবস। আজ বাকশাল দিবসও। ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি এই দিনে মাত্র ১১ মিনিটের মধ্যে একদলীয় বাকশালী শাসন কায়েম করা হয়।
এই দিনে সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে সংসদীয় সরকার ব্যবস্থা বিলুপ্ত করে শেখ মুজিবুর রহমান আজীবন নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেন।
এই দিনে শেখ মুজিবুর রহমান একদলীয় শাসন কায়েম করে দেশের নির্বাহী, আইন ও বিচার বিভাগের পূর্ণ ক্ষমতা কুক্ষিগত করে নিজেকে এক মহা অপ্রতিদ্বন্দ্বী মহাক্ষমতাধরে পরিণত করেন।
বাক স্বাধীনতা, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতাকে হরণ করা হয়। তার মুখের কথাই তখন দেশের আইনে পরিণত হয়।
একদলীয় শাসন কায়েমের মাধ্যমে মানুষের সব মৌলিক রাজনৈতিক অধিকার অবরুদ্ধ করে ও দেশের সবকটি সংবাদপত্র বিলুপ্ত করে শুধুমাত্র সরকারি ব্যবস্থাপনায় চারটি দলীয় পত্রিকাকে সাময়িকভাবে প্রকাশনার সুযোগ দেয়া হয়।
দেশের সব রাজনৈতিক দলকে বিলুপ্ত করে ‘বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল)’ নামে একটি মাত্র রাজনৈতিক দল গঠন করে শেখ মুজিবুর রহমান নিজেকে সেই দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিয়ে সব ক্ষেত্রে তার একক ক্ষমতার অধিকারী হন।
বাকশাল কায়েমের মধ্য দিয়ে দেশে তৎকালীন বৈধ ১৪টি রাজনৈতিক দলের সবকটিই বিলুপ্ত করা হয়। শেখ মুজিবুর রহমান নিজেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাকশালের জন্ম দেন।
শেখ মুজিবুর রহমান সেদিন হয়ত আওয়ামী লীগের ভয়াবহতা বুঝতে পেরেছিলেন। নয়তো তিনি কেনইবা নিজের দলকে এভাবে নিজেই নিষিদ্ধ করেছিলেন?