হোম > অন্যান্য

বিবিসি হ্যালো চেকের লোগো উন্মোচন

আমার দেশ অনলাইন

বিবিসি হ্যালো চেকের লোগো উন্মোচন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে লোগো উন্মোচন অনুষ্ঠান হয়।

‘বিবিসি হেলো চেক’ হচ্ছে- বিবিসি মিডিয়া অ্যাকশনের একটি নতুন ডিজিটাল ইনিশিয়েটিভ। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিবিসি মিডিয়া অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর মো. আল মামুন।

লোগো উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশে কর্মরত বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্মকর্তা, বিবিসি মিডিয়া অ্যাকশনের পার্টনার সংস্থার কর্মকর্তা, গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও স্যোশাল মিডিয়ার ইনফ্লুন্সাররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিবিসি হ্যালো চেক-এর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়। পাশাপাশি কীভাবে হ্যালো চেকের কন্টেন্টগুলো শহর থেকে গ্রাম সব পর্যায়ের মানুষের কাজে লাগবে তাও আলোচনা করা হয়।

আবহাওয়া-জলবায়ু, প্রাকৃতিক দুর্যোগ, জীবন ও জীবিকা, সাইবার ক্রাইম, ভুলতথ্য-অপতথ্য, পারিবারিক সহিংসতা, বাল্যবিয়ে, স্বাস্থ্য, মিডিয়া ডেভেলপমেন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়মিত সচেতনতামূলক কনটেন্ট তৈরি এবং পরিবেশন করছে ‘বিবিসি হ্যালো চেক’।

বিবিসি মিডিয়া অ্যাকশন ও বিবিসি হ্যালো চেক নিয়ে বিভিন্ন বিষয়ে জানতে চান আগত অতিথিরা। তাদের প্রশ্নের উত্তর দেন কান্ট্রি ডিরেক্টর মো. আল মামুন।

ফেসবুক ছাড়াও বিবিসি হ্যালো চেক রয়েছে ইউটিউব ও টিকটকে।

ন্যাশনাল ডিফেন্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের গ্র্যাজুয়েশন ডিনার অনুষ্ঠিত

চাহিদা বাড়ায় নিমিষেই শেষ নিওর স্কিনকেয়ার পণ্য

সৃজনশীলতা-নান্দনিকতার শ্রেষ্ঠত্ব উদযাপনে ‘বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন” আয়োজন

স্কুল শিক্ষার্থীদের নিয়ে লায়ন কল্লোলের হাইজিন ক্যাম্পেইন শুরু

মজলুমের দোয়া আজ কবুল হলো

পুরান ঢাকায় ২ দিনব্যাপী রূপায়ণ প্রোপার্টি মেলা

রূপায়ণ সিটিতে ‘মাইন্ডফুল গজল নাইট’

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও পাকিস্তানের ইনস্টিটিউট অব পলিসি স্টাডিজের মধ্যে চুক্তি

ডিএনসিসি ও আইসিটি ডিভিশনের সমঝোতা স্মারক সই

প্রকাশিত সংবাদের প্রতিবাদ