হোম > অন্যান্য

এ্যাবের সাবেক মহাসচিব প্রকৌশলী হাছিনের বাবার ইন্তেকাল

স্টাফ রিপোর্টার

অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ- এ্যাবে সাবেক মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদের বাবা এইচ এ এম আলমগীর ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউ)।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ইস্কাটনের বাসায় বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাদ আসর উত্তরা ৪ নম্বর সেক্টর জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে উত্তরা ৪ নম্বর সেক্টর কবরস্থানে তাকে দাফন করা হয়।

এইচ এ এম আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় তিনি বলেন, এইচ এ এম আলমগীরের মৃত্যুতে তার পরিবার-পরিজনদের প্রতি আমিও গভীর শোক ও সহমর্মিতা জ্ঞাপন করছি। মরহুম এইচ এ এম আলমগীর নিজ মেধা ও শ্রম দিয়ে তার সন্তানদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলেছিলেন। ধার্মিক ও পরোপকারী ব্যক্তি হিসেবে তিনি প্রতিবেশীদের নিকট শ্রদ্ধাভাজন ছিলেন। দোয়া করি, মহান রাব্বুল আলামীন যেন তাকে বেহেস্ত নসিব এবং শোকবিহব্বল পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

বিএনপি মহাসচিব এইচএএম আলমগীরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া শোক জানিয়েছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের (বিএসপিপি) আহ্বায়ক প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন ও সদস্য সচিব কাদের গনি চৌধুরী। এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

পিডিবির সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী লুৎফে রব্বানীর মৃত্যু

এফইজেবির সভাপতি হলেন মোস্তফা কামাল, সম্পাদক হাসান হাফিজ

ভাসানচরের ৩ হাজার অসহায় পরিবারে আল-মারকাজুল ইসলামীর খাদ্য সহায়তা

আন্তর্জাতিক যুব দিবস আজ

আ. লীগের অপরাধ আড়াল করায় সিটিজেন ইনিশিয়েটিভের নিন্দা

অলিয়ঁস ফ্রঁসেজে জীবন আহমেদের একক আলোকচিত্র প্রদর্শনী

বিবিসি হ্যালো চেকের লোগো উন্মোচন

আ.লীগ নেতা আসাদের বিরুদ্ধে ব্রামার নির্বাচনে বাধা দেওয়ার অভিযোগ

গাজার চার হাসপাতালে চিকিৎসা সহায়তা দিচ্ছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি