হোম > অন্যান্য

ডা. আলগিনকে অ্যাকাডেমিক-প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ডা. সুলতানা আলগিনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচির সময় শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিত থাকতে বাধ্য করার অভিযোগে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, গত ৭ এপ্রিল গাজার প্রতি সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্মসূচির অংশ হিসেবে সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করে। কিন্তু তারপরও অধ্যাপক সুলতানা আলগিন শিক্ষার্থীদের ধর্মঘটে অংশ নিতে না দিয়ে, তাদের জোরপূর্বক ক্লাসে উপস্থিত থাকার জন্য চাপ প্রয়োগ করেন এবং অনুপস্থিত থাকলে পরীক্ষায় অংশগ্রহণ করতে না দেওয়ার হুমকি দেন।

এই ঘটনায় ‘বৈষম্যবিরোধী চিকিৎসক ফোরাম (বৈচিফ)’ এবং আরেক ব্যক্তির লিখিত অভিযোগের প্রেক্ষিতে বিএমইউ কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে। সবশেষে তদন্ত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাপক সুলতানা আলগিনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়।

উগান্ডার বিরোধীদলীয় নেতাকে হেলিকপ্টারে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী

আমার দেশ-এর নামে ভুয়া ফটোকার্ড বানিয়ে অপপ্রচার, কী বলছে ডিসিমিসল্যাব

সভাপতি নির্বাচিত হওয়ায় শফিকুল হাসানকে শুভেচ্ছা

সংবাদপত্র এবং সাংবাদিকদের উপর হামলা অগ্রহণযোগ্য: ভাসানী জনশক্তি পার্টি

আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে প্রশিক্ষণ নেয়া সাবেক বেকারদের মিলনমেলা

ব্যারিস্টার ফুয়াদের ওপর হামলা ফ্যাসিবাদী আচরণ: বিপিটি

ডিএনসিসিতে এডিস মশা নিয়ন্ত্রণে এসআইটি প্রযুক্তি নিয়ে মতবিনিময় সভা

ন্যাশনাল ডিফেন্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের গ্র্যাজুয়েশন ডিনার অনুষ্ঠিত

চাহিদা বাড়ায় নিমিষেই শেষ নিওর স্কিনকেয়ার পণ্য

সৃজনশীলতা-নান্দনিকতার শ্রেষ্ঠত্ব উদযাপনে ‘বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন” আয়োজন