হোম > অন্যান্য

আ.লীগ নেতা আসাদের বিরুদ্ধে ব্রামার নির্বাচনে বাধা দেওয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ রিফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং মার্চেন্ট অ্যাসোসিয়েশনের (ব্রামা) নির্বাচনে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দেশের এসি ও ফ্রিজ ব্যবসায়ীদের সবচেয়ে বড় এ সংগঠনের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আসাদ নির্বাচন বানচালের চেষ্টা করছেন বলে দাবি করেছেন সদস্যরা।

তারা বলছেন, আওয়ামী লীগের আমলে গায়ের জোরে সংগঠনের সভাপতি হয়েছিলেন রাজধানীর মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি আসাদ। তিনি ব্রামার ব্যানার ও আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এসিতে ব্যবহৃত নিম্নমানের কুলিং গ্যাস আমদানি করে বাজারে সরবরাহের মাধ্যমে প্রচুর অবৈধ সম্পদের মালিক হয়েছেন। এছাড়া সদস্যদের চাঁদার টাকাও আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগও আছে তার বিরুদ্ধে। এভাবে হাজার হাজার কোটি টাকার সম্পদ গড়েন আসাদ।

তারা আরো বলেন, জুলাই বিপ্লবের পর ব্রামার সদস্যদের ক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হন আসাদ। গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের কার্যক্রম পরিচালনা ও নির্বাচনের ব্যবস্থা করতে একজন প্রশাসক নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। সম্প্রতি ব্রামার প্রশাসক তরফদার সোহেল রহমান নির্বাচনের প্রস্তুতি নিলে তার বিরুদ্ধে নানা অপপ্রচার শুরু করেন আসাদ। তার ষড়যন্ত্রের কারণে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।

ব্রামার সদস্য আরিফ হোসেন মাসুম বলেন, ব্রামার প্রশাসকের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে নির্বাচনকে বিলম্বিত করছেন আওয়ামী লীগ নেতা আসাদ। আরেক সদস্য পুরান ঢাকার এসি পার্টস ব্যবসায়ী মো. মাইনুদ্দিন বলেন, বাণিজ্য মন্ত্রণালয় নিয়োগ করা প্রশাসক সোহেল যেভাবে নির্বাচন আয়োজন করছেন সেখানে ন্যূনতম অনিয়ম হওয়ার সুযোগ দেখছি না। নির্বাচন কমিশনেও আমাদের লোক থাকছে না। গেন্ডারিয়ার ব্যবসায়ী ও ব্রামার সদস্য কামরান ক্ষোভ প্রকাশ করে বলেন, আসাদ সভাপতি থাকাবস্থায় লুটপাট ও দুর্নীতি ছাড়া সংগঠন ও সদস্যদের কল্যাণে কিছুই করেননি।

অভিযোগের বিষয়ে জানতে ব্রামার সাবেক সভাপতি আসাদের মোবাইল ফোনে কল দিলে সাংবাদিক পরিচয় পেয়েই তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন জানিয়ে প্রশ্ন এড়িয়ে যান এবং ফোন কেটে দেন।

পিডিবির সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী লুৎফে রব্বানীর মৃত্যু

এফইজেবির সভাপতি হলেন মোস্তফা কামাল, সম্পাদক হাসান হাফিজ

ভাসানচরের ৩ হাজার অসহায় পরিবারে আল-মারকাজুল ইসলামীর খাদ্য সহায়তা

আন্তর্জাতিক যুব দিবস আজ

আ. লীগের অপরাধ আড়াল করায় সিটিজেন ইনিশিয়েটিভের নিন্দা

অলিয়ঁস ফ্রঁসেজে জীবন আহমেদের একক আলোকচিত্র প্রদর্শনী

বিবিসি হ্যালো চেকের লোগো উন্মোচন

এ্যাবের সাবেক মহাসচিব প্রকৌশলী হাছিনের বাবার ইন্তেকাল

গাজার চার হাসপাতালে চিকিৎসা সহায়তা দিচ্ছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি

মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা