হোম > ফিচার > ক্যাম্পাস

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি আবির, সেক্রেটারি সাইফুল

প্রতিনিধি, কুবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রশিবিরের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোজাম্মেল হোসাইন আবির ও সেক্রেটারি মনোনীত হয়েছেন লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুবি শাখা শিবিরের অফিশিয়াল ফেসবুক পেইজের এক পোস্টে এ বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, শাখার সদস্যদের নিয়ে শহীদ আব্দুল কাইয়ুম অডিটোরিয়ামে জরুরি সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক আলাউদ্দিন আবীর।

২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত মোজ্জাম্মেল হোসাইন আবিরকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মোজ্জাম্মেল হোসাইন আবির শাখা সেক্রেটারি হিসেবে মো. সাইফুল ইসলাম কে মনোনীত করেন।

দোয়া ও মোনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশ সমাপ্ত হয় হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নির্বাচনি হলফনামায় আয় ও সম্পদের তথ্য নিয়ে অপপ্রচার হচ্ছে: নাহিদ ইসলাম

নির্বাচনে ভারতসহ কেউ নাক গলানোর চেষ্টা করলে জনতার দাঁতভাঙা জবাব: আদীব

পরবর্তী প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান, আশাবাদ চীনের

ফেলানী হত্যা দিবসে সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধের দাবি লেবার পার্টির

আগামীর নির্বাচন যদি ‘সাজানো’ হয়, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে

খালেদা জিয়ার কবরে মুক্তিযোদ্ধা আবুল হোসেনের শ্রদ্ধা

কর্মের জন্য খালেদা জিয়া অমর হয়ে থাকবেন: দুলু

ডিসি-এসপিরা বৈষম্যমূলক আচরণ করছেন: জামায়াত

মাওলানা ভাসানী ও আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান

তারেক রহমান আগামী দিনের গণতন্ত্রের টর্চবেয়ারার