খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশবাসী ইসলামী দলগুলোর কার্যকর ঐক্যবদ্ধ সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে। প্রত্যেক আসনে ইসলামী দল গুলোর পক্ষ থেকে একজন প্রার্থী দেখতে চায় ভোটাররা। এজন্য প্রত্যেক দলকে আন্তরিক হতে হবে।
শনিবার সকালে খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে আমেলার বৈঠকে সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন।
হাবিবুল্লাহ মিয়াজী বলেন, দেশবাসী মনে করে জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশে ইসলামী দলগুলো জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার এবারই উপযুক্ত সময়।
তিনি আরো বলেন,খেলাফত আন্দোলন প্রাথমিকভাবে শিগগিরই প্রার্থী তালিকা ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে। হাফেজ্জী হুজুর (রহ.) প্রতিষ্ঠিত এই দল থেকে বটগাছ প্রতীকে নির্বাচনে আগ্রহীদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং প্রচার-প্রচারণায় ব্যস্ত থাকার জন্য জন্য প্রার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
রাজধানীর কামরাঙ্গীরচরে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, নায়েবে আমির মাওলানা শেখ আজিম উদ্দিন ও মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, অধ্যক্ষ রোকনুজ্জামান রোকন আলহাজ আতিকুর রহমান নান্নু মুন্সি, হাজী জালাল উদ্দিন বকুল, সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দিন, উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ লিটন চৌধুরী, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, আলহাজ আবুল হাসান শাহজাহান, মাওলানা ইলিয়াস মাদারীপুরী, মাওলানা তাওহীদুজ্জামান, মাওলানা মাহমুদুল হাসান শরীয়তপুরী, মুফতি শিহাব উদ্দিন কাসেমী, মুফতি আবুল হাসান কাসেমী, মাওলানা হাফেজ আবুল কাশেম রায়পুরী, মাওলানা সাইফুল ইসলাম জামালী, মাওলানা রুহুল আমিন, মাওলানা হাফেজ ওয়ালীউল্লাহ , মাওলানা আল আমিন ও আতিকুল ইসলাম প্রমুখ।
সভায় আগামী ২৯ নভেম্বর খেলাফত আন্দোলনের ৪৪ তম কেন্দ্রীয় প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার ব্যাপারে বিভিন্ন কর্মসূচি ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে গুরুত্বপূর্ণ পরামর্শ গ্রহণ করা হয়। প্রতিনিধি সম্মেলনকে সফল করার জন্য মজলিসে শূরা, আমেলাসহ সব প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন জানান মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।