হোম > রাজনীতি

মা হারালেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক

স্টাফ রিপোর্টার

ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা লায়ন মো. ফারুক রহমানের মা লাল বানু ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ৩টার দিকে বরগুনার পাথরঘাটার কাঁঠালতলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কালিবাড়ির নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৬ বছর। তিনি ৪ ছেলে, ৩ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

লায়ন মো. ফারুক রহমানের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম, কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান এম এ বাসার, প্রগতিশীল জাতীয়তাবাদী দল-পিএনপির চেয়ারম্যান ফিরোজ মুহাম্মদ লিটন প্রমুখ।

এ ছাড়া শোক জানিয়েছেন ন্যাশনাল লেবার পার্টির মহাসচিব লায়ন অ্যাডভোকেট মো. জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান তারিক আলম রাজা, দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মো. হাবিবুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, যুগ্ম মহাসচিব মফিদার রহমান মজনু, কেন্দ্রীয় সদস্য মো. মনিরুল ইসলাম ছগীর, মো. আনিসুর রহমান, মো. রবিউল ইসলাম, মনিরুল ইসলাম খোকন, আখতারুজ্জামান,ঢাকা মহানগর ন্যাশনাল লেবার পার্টির সভাপতি মাইদুল ইসলাম আসাদ, সেক্রেটারি আজাদুর রহমান ফরহাদ, মহিলা বিষয়ক সম্পাদক মোছা. সুবর্ণা আক্তার রুমি, মুন্সিগঞ্জ জেলা ন্যাশনাল লেবার পার্টির সভাপতি আসাদুজ্জামান জুয়েল, রংপুর মহানগর সভাপতি মো. আব্দুল মতিন, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, ন্যাশনাল যুব মিশনের কেন্দ্রীয় সভাপতি মো. আব্দুল মান্নান, সেক্রেটারি মো. রাসেল,ন্যাশনাল ছাত্রমিশনের কেন্দ্রীয় সভাপতি মো. রেজাউল ইসলাম, সহ-সভাপতি মো. নিয়ামুল ইসলাম সিয়াম, সেক্রেটারি মো. সাব্বির আহমেদ প্রমুখ।

পৃথক শোকবার্তায় তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

অব্যাহতি পাওয়া বিএনপির আহ্বায়কের পাশে শফিকুল ইসলাম মাসুদ

তারেক রহমানকে কাঁদালেন কে এই আদিবা

জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলায় জামায়াতের উদ্বেগ

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের ভোট করতে দেওয়া হবে না

মির্জা আব্বাস-পাটওয়ারীকে যে পরামর্শ দিলেন মেঘনা আলম

এনসিপির সংবাদ সম্মেলন চলছে

তারেক রহমানের সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

জামায়াতে যোগ দিলেন মুফতি আলী হাসান উসামা

ইসিতে হাসনাত ও আব্দুল আউয়াল মিন্টুর বাগবিতণ্ডা

চরমোনাইয়ের জন্য কত দিন অপেক্ষা করবে, জানালো জামায়াত