হোম > রাজনীতি

আ.লীগের দোসর সোহেল রানার অবিলম্বে বিচার শেষ করতে হবে: আখতার হোসেন

স্টাফ রিপোর্টার, সাভার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আওয়ামী লীগের দোসর কুখ্যাত সন্ত্রাসী সোহেল রানার অবিলম্বে বিচার শেষ করতে হবে। একই সাথে এ দুর্ঘটনায় যারা জড়িত তাদেরকে নতুন উদ্যোমে বিচারের আওতায় এনে বিচার কাজ শেষ করতে হবে। অনতি বিলম্বে শ্রমিকদের গুরুত্বপূর্ণ দাবিগুলো বিবেচনা করে অন্তর্বর্তী সরকারকে মেনে নেয়ার আহবান জানান।

বৃহস্পতিবার সাভারে রানা প্লাজা ভবন ধসের এক যুগ পূর্তি উপলেক্ষ ‘১৩ থেকে ২৪ স্মরণ ও সংস্কার, শ্রমিকের বন্দোবস্ত’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আখতার হোসেন বলেন, এ দেশের মানুষ খেটে খাওয়া, শ্রমিক মানুষ। দুর্ভাগ্য হলো তারা কর্মস্থালে নিরাপদ নয়। রানা প্লাজা দুর্ঘটনা শুধু বাংলাদেশের ভেতরে সীমাবদ্ধ নয়। বিশ্বের সবচে আলোচিত বিষয়ের একটি। এ জন্য দায়ী আমাদের ঘুনে ধরা পচা রাজনীতি। সোহেল রানার নিকট আওয়ামী দুর্বৃত্তপার রাজনীতি কুখ্যিগত না হলে রানা প্লাজার মতো এতো বড় দুর্ঘটনা ঘটতো না। ঘটনার পূর্বের দিন এ ভবনে ফাটল ধরেছিল কিন্তু রানা জোরপূর্বক ভবনে কারখানা চালু রেখেছিল।

তিনি আরও বলেন, সারা বিশ্বে যেমন মে দিবস পালন হচ্ছে তেমনি দেশে ২৪ এপ্রিলকে রানা প্লাজা দিবসে জাতীয় শ্রমিক দিবস ঘোষণা করে সারাদেশে ওই দিন ছুটি ঘোষণা করার আহবান জানান।

এ সময় অনেকের মধ্যে বক্তব্য রাখেন দলের যুগ্ম সদস্য সচিব রিফাত রশীদ, শ্রমিক উয়িংয়ের প্রধান মাজহারুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ, শিশির আহমেদ, রিয়াজ মোরশেদ, আবদুল্লাহ আল আমিন, ভীম পাল ডেভিড রাজু, মেহরাব হোসেন সিফাত, রানা প্লাজা দুর্ঘটনায় নিহত নারী শ্রমিকের পুত্র রাজশাহী ক্যাডেট কলেজের ছাত্র আল আমিন প্রমুখ।

বিএনপি ও ধানের শীষ সাপের বিষে পরিণত হয়েছে: তারিকুল

ঢাকা-৯ কে বাসযোগ্য করার প্রতিশ্রুতি দিলেন ডা. জারা

ক্ষমতায় এলে সুলভ ইন্টারনেট ও ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করবে বিএনপি: মাহদী আমিন

২ ফেব্রুয়ারি কক্সবাজার আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

গণতন্ত্রের মূল কথা হচ্ছে জনগণ : মঈন খান

এবার ভোট চুরি করতে এলে সেনাবাহিনী চামড়া লাল করে দেবে: হাসনাত

সরকারি বাসায় থাকার ‘খবর’ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

নেতা হ্যাঁ ভোট চেয়েছে, কর্মীরা না ভোট চাইলে তাদের বলবেন গুপ্ত গুপ্ত

২ ফেব্রুয়ারি যশোর-খুলনায় তারেক রহমানের নির্বাচনি জনসভা

কালো চিল ভোটে ছোঁ মারলে ডানা খুলে ফেলবেন