হোম > রাজনীতি

‘ফ্যাসিবাদীদের বিচার না হওয়ায় অপরাধ প্রতিরোধ করা যাচ্ছে না’

বিশেষ প্রতিনিধি

খেলাফত আন্দোলনের নেতারা বলেছেন, ফ্যাসিবাদীদের বৃহৎ অংশকে এখনো বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যায়নি। এ জন্য প্রশাসনের ধীরগতি ও দুর্নীতি, রাজনীতিতে বিশৃঙ্খলা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারী ইত্যাদি ফ্যাসিবাদী আমলের প্রচলিত অপরাধসমূহ প্রতিরোধ করা যাচ্ছে না।

তারা বলেন, নীতিমালা নির্মাণের বিভিন্ন সংস্কার কমিটির গঠন করা হয়েছে বটে, কিন্তু এই সমস্ত কমিশনের ওপর সওয়ার হয়ে বিভিন্ন মারাত্মক কুসংস্কার প্রস্তাবনা জমা হয়েছে। এর মধ্যে তথাকথিত নারীবাদী নীতিমালা অন্যতম। এই নীতিমালায় কিছু বিকারগ্রস্ত মানুষের জঘন্য দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে 'সংস্কার - নির্বাচন ও সুশাসন' শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন নেতারা। আল্লামা আহমদ শফী রহ: মিলনায়তনে দলের আমিরে শরীয়ত মাওলানা আবু জাফর কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দলের সিনিয়র নায়েবে আমির আলহাজ্ মুহাম্মদ আজম খান।

সভায় রাজনৈতিক সংস্কারের প্রশ্নে আনুপাতিক হারে নির্বাচন ও মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচনের প্রস্তাবনাকে জনগণের ভোটের অধিকার কেড়ে নেয়ার সমতুল্য বলে অভিহিত করা হয়। তারা বলেন, জনগণ তার সকল স্তরের রাজনৈতিক প্রতিনিধিকে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত করতে চায়। ফ্যাসিবাদের কুপ্রতিক্রিয়ায় সকল স্তরের অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের সিস্টেম মারাত্মকভাবে বিনষ্ট হয়েছে।

তাই আগামী নির্বাচনের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে পরীক্ষামূলকভাবে স্থানীয় সরকারের নির্বাচন করে জাতীয় সংসদ ও রাষ্ট্রপতি নির্বাচন করার দাবি জানান নেতারা।

সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সংগঠনের নায়েবে আমির শাইখুল হাদীস মাওলানা আবুল কাশেম কাশেমী, মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মুফতি এনায়েতুল্লাহ হাফেজ্জী, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর আমির মাওলানা মুহাম্মদ হোসাইন আকন্দ, জাতীয় মানবতাবাদী পার্টির সভাপতি ক্যাপ্টেন ইব্রাহিম খলিল, জনকল্যাণ পার্টির সভাপতি অ্যাডভোকেট মোঃ ওবায়দুল হক পীরজাদা, জাতীয় শক্তি চেয়ারম্যান অধ্যাপক এমএ শরিফুল ইসলাম প্রমুখ।

তারেক রহমানের জন্য প্রস্তুত বাসভবন ও অফিস

আসন সমঝোতা নিয়ে ব্যস্ত জামায়াতসহ আট দল

আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না: তারেক রহমান

সামনের সময় খুব সুবিধার নয়, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান

ইনশাআল্লাহ ২৫ ডিসেম্বর দেশে ফিরবো: তারেক রহমান

মুক্তিযুদ্ধের ৫৪ বছর পরও স্বাধীনতাযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি

মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে দেশকে বিভাজন করা যাবে না

শোষণ ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়তে হবে: হাবিব

হাদি ইস্যুতে সর্বদলীয় প্রতিরোধ সভায় বিএনপি ছিল না কেনো

তারেক রহমানের জন্য বাসভবন ও অফিস প্রস্তুত