হোম > রাজনীতি

চব্বিশের স্বাধীনতা রক্ষায় আমরা জীবন দিতে প্রস্তুত: মামুনুল হক

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, আমরা বারবার স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু কখনোই প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারিনি। কেউ যদি ২০২৪-এর এই স্বাধীনতাকে ছিনতাই করতে চায়, আমরা জীবন দিয়ে তা রক্ষা করব ইনশাআল্লাহ।

মঙ্গলবার রাজধানীর শাহবাগ মোড়ে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর আয়োজিত বিজয় র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মামুনুল হক আরো বলেন, ২০২৪ এর জুলাইয়ের অভ্যুত্থানে আবু সাঈদ ও মুগ্ধের পাশাপাশি আমার সন্তান খুবাইবও শহীদ হয়। ইসলামপন্থিদের রাজনৈতিকভাবে মাইনাস করার অপচেষ্টা আমরা প্রতিহত করব।

এদিকে ‘গণঅভ্যুত্থান দিবস’-এর প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে একযোগে “বিজয় র‌্যালি” পালিত হয়। সর্ববৃহৎ আয়োজন হয় রাজধানী ঢাকায়।

ঢাকা মহানগরের আয়োজনে শাহবাগ চত্বর থেকে শুরু হয়ে মৎস্য ভবন, প্রেসক্লাব হয়ে পল্টন মোড় পর্যন্ত বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনী।

র‌্যালিপূর্ব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ বলেন, একটি টেকসই রাষ্ট্রীয় কাঠামোর জন্য আমরা মৌলিক রাজনৈতিক সংস্কার ব্যতীত কোনো নির্বাচন মেনে নেব না।

মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, ৫ আগস্টে আমরা শপথ করছি—আমরা বেঁচে থাকতে খুনি হাসিনার আওয়ামী লীগকে এই মাটিতে পুনর্বাসিত হতে দেব না ইনশাআল্লাহ। গণতন্ত্র ও ইসলামের শত্রুদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে।

ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদুল আলম সিদ্দিক ও সহ-সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান মিসবাহর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন নায়েবে আমির মাওলানা মাহবুবুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবু সাঈদ নোমান, মাওলানা ফয়সাল আহমদ প্রমুখ।

হামলায় আহত সাংবাদিক জাহিদকে সমবেদনা জানাতে আমার দেশ অফিসে এ্যানি

গণভোটে রাজি হলেও বিএনপি জটিলতা তৈরির চেষ্টা করছে

নির্বাচনের আগে এসপি-ডিসি ভাগ বাটোয়ারা করছে বড় দলগুলো

নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদের মধ্যেও শুদ্ধি অভিযান জরুরি

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি এনসিপির

জুলাই সনদে কখন স্বাক্ষর করবে এনসিপি, জানালেন নাহিদ

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াত নেতারা