বিবৃতিতে জোনায়েদ সাকি
ন্যায়বিচার ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
শুক্রবার (১৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।
বিবৃতিতে জোনায়েদ সাকি বলেন, শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে গণমাধ্যমের ওপর আক্রমণ ও নৈরাজ্যের বিরুদ্ধে দাঁড়াতে হবে। পতিত ফ্যাসিস্ট ও তাদের দেশি-বিদেশি দোসররা নৈরাজ্য তৈরি করে নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।
তাদেরকে রুখে দেওয়ার জন্য জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে।