হোম > রাজনীতি

মিরপুরে এনসিপির আনন্দ মিছিল, আদীবকে প্রার্থী করার আহ্বান

স্টাফ রিপোর্টার

দলের নিবন্ধন ও ‘শাপলা কলি’ প্রতীক পাওয়ায় মিরপুরের ঢাকা-১৪ আসনে আনন্দ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতাকর্মীরা।

মিছিলে ঢাকা-১৪ আসন থেকে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে প্রার্থী করার আহ্বান জানান মিরপুরের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

শনিবার বিকেল ৪টায় রাজধানীর মিরপুর-১ নম্বর সনি সিনেমা হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে মিরপুর জার্মান টেকনিক্যাল ইনস্টিটিউট ঘুরে সরকারি বাংলা কলেজের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা ‘শাপলা- শাপলা’, 'এনসিপির মার্কা, শাপলা মার্কা', আরিফ ভাইয়ের মার্কা, শাপলা মার্কা' মিরপুরের মার্কা, শাপলা মার্কাসহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এনসিপির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মনসুর বলেন, জাতীয় নাগরিক পার্টি সম্প্রতি নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পেয়েছে এবং প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নির্ধারিত হয়েছে। এ আনন্দকে স্মরণীয় করে রাখার জন্য ঢাকা মহানগর উত্তর জোনের পক্ষ থেকে আমরা এই মিছিলের আয়োজন করেছি।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন- এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমরান নাঈম, মহানগর সমন্বয় কমিটির সদস্য সরদার আমিরুল ইসলাম, যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আসাদ ভূঁইয়া, এনসিপির শাহ আলী থানার প্রধান সমন্বয়কারী শফিকুল ইসলাম রানা, মিরপুর মডেল থানার প্রধান সমন্বয়কারী তানভির আহমেদ, কাফরুকের প্রধান সমন্বয়কারী সাব্বির সাকির, পল্লীবী থানার প্রধান সমন্বয়কারী রেহেনা আক্তার রুমাসহ ছাত্র, যুব ও অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া নির্বাচন হবে তামাশার: মাসুদ

গণভোটের দাবি উপেক্ষা করলে নির্বাচন সংকটে পড়তে পারে

জুলাই সনদ ও গণভোটের মতানৈক্য রাজপথের কর্মসূচিতে মীমাংসা হবে না

চট্টগ্রামে বিএনপি-ছাত্রদলের তিন নেতার পদ স্থগিত

শহীদ জিয়ার মাজারে বিপ্লবী পরিষদের ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল

বাংলাদেশের রাষ্ট্র কাঠামোয় উপনিবেশিক চরিত্রই থেকে গেছে: স্বপন

জিয়ার আদর্শ ভুলে যাওয়ায় তার অনুসারীরা সংস্কার চায় না: ডা. তাহের

ঢাকা-৫ আসনে পরিবর্তনের বার্তা হাতপাখার প্রার্থী হাজী ইবরাহীমের

নিরাপদ ও বাসযোগ্য মানবিক ঢাকা গড়তে চাই: ড. হেলাল উদ্দিন

নির্বাচন-গণভোট একই দিনে হতে হবে: মির্জা ফখরুল