হোম > রাজনীতি

ফের ১১ দলীয় জোট গঠন জামায়াতের, যুক্ত হলো আরেকটি দল

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটে যুক্ত হলো বাংলাদেশ লেবার পার্টি। এটি ফের ১১ দলীয় জোটেই রূপ পেলো।

শনিবার মগবাজারের জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ১০ দলীয় নির্বাচনি ঐক্যের নেতাদের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে নতুন এই দলের যোগদানের ঘোষণা দেওয়া হয়।

এর আগে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের ঘোষণা দিলেও তাতে শেষ মুহূর্তে ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়ায় তা এতদিন ১০ দলীয় জোট হিসেবে প্রচার করা হচ্ছিল।

প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা এটিএম মা‘ছুম বলেন, আমরা ১০ দলীয় নির্বাচনি ঐক্যের মাধ্যমে ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি। এরইমধ্যে প্রার্থীরা নিজ নিজ আসনে প্রচারে ব্যস্ত সময় পার করছেন। এই ১০ দলের সঙ্গে আজ আরো একটি দল-বাংলাদেশ লেবার পার্টি আনুষ্ঠানিকভাবে যোগদান করেছে। এটা আমাদের জন্য বিরাট সৌভাগ্যের বিষয়। এজন্য আমরা মহানর আল্লাহর শুকরিয়া আদায় করছি। এভাবে ফ্যাসিবাদবিরোধী ও দেশপ্রেমিক যত দল আছে, সবাইকে নিয়েই আমরা এগোতে চাই।

তিনি বলেন, একটি সুন্দর মানবিক, বৈষম্যমুক্ত ন্যায়-ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য ১০ দলের ঐক্য হয়েছে। এটাই মূল জুলাই চেতনা ধারণ করছে।

এ সময় লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, আমরা বিগত সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে ছিলাম। আমরা বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটে জামায়াতের সঙ্গেই ছিলাম। নতুন করে আবার জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার একজন কর্মী হিসেবে এখানে যোগদান করেছি। আমরা নতুন করে যাত্রা শুরু করলাম। তবে আমাদের নীতি-নৈতিকতা পরীক্ষিত। এখন যুক্ত হওয়ায় আসন দেওয়ার কোনো সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।

প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের সহ ১০ দলীয় নির্বাচনি ঐক্যের বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।

ফ্যামিলি কার্ড দেখিয়ে চাঁদাবাজদের প্রতারণা রুখতে সজাগ থাকার আহ্বান

ক্ষমতায় গেলে নবী (স.) এর আদর্শে রাষ্ট্র পরিচালনা করা হবে

চট্টগ্রামে তারেক রহমান; কাল চার জেলায় ৬ জনসভা

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান-সবার জন্য আমরা ন্যায়বিচার নিশ্চিত করব

বিএনপি গণমানুষের দল জনগণই আমাদের শক্তি

২১ বছর পর চট্টগ্রামের মাটিতে পা রাখলেন তারেক রহমান

মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে: মির্জা আব্বাস

জুলাই বিপ্লবকে ব্যর্থ করতে ষড়যন্ত্র দানা বাঁধতে শুরু করেছে: মামুনুল হক

২৩৮ আসনে প্রচার প্রার্থী ঘোষণা এনসিপির

আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে অগ্রাধিকার দেবে বিএনপি: তারেক রহমান