খুলনায় ভোটার সমাবেশে গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটের দাবি কোনো চাপের মুখে উপেক্ষা করা হলে জাতীয় নির্বাচন সংকটে পড়তে পারে। তাই অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করে তার ওপর গণভোটের তারিখ ঘোষণা করতে হবে।
শুক্রবার সন্ধ্যায় খুলনা-৫ আসনের ফুলতলা উপজেলার ৪নং ফুলতলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উদ্যোগে যুগ্নীপাশায় ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
অধ্যাপক পরওয়ার বলেন, কিছু সংস্কার প্রশ্নে শুধু জামায়াতে ইসলামী ও বিএনপি নয়, আরও কয়েকটি দলের নোট অব ডিসেন্ট রয়েছে। তাই ঐকমত্য কমিশন যে ভিত্তিতে জুলাই জাতীয় সনদের প্রস্তাবনা তৈরি করেছে, সেটিকেই ভিত্তি ধরে গণভোটের প্রস্তাবনা তৈরি করতে হবে- যেখানে কোনো নোট অব ডিসেন্ট যুক্ত থাকবে না। এটাই জনগণের প্রত্যাশা ও দাবি।
তিনি বলেন, রাজনৈতিক সংকট নিরসনে পারস্পরিক আলোচনাকে জামায়াতে ইসলামী স্বাগত জানায়। বিএনপিসহ সব রাজনৈতিক দলকে আলোচনায় বসার প্রস্তাব জামায়াতে ইসলামী ইতোমধ্যেই দিয়েছে। তবে এ আলোচনার মধ্যস্থতার দায়িত্ব সরকারকেই নিতে হবে এবং জামায়াতে ইসলামী এতে সরকারের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে যেসব সংস্কার বিষয়ে সব দল একমত হয়েছে, জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী কোনো দলের এখন সেই বিষয়ে ভিন্নমত পোষণ করা বা নোট অব ডিসেন্ট গণভোটে যুক্ত করার দাবি অন্যায়, অযৌক্তিক ও অনাকাঙ্ক্ষিত।
অধ্যাপক পরওয়ার বলেন, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। তাই দল-মত-নির্বিশেষে জাতীয় ঐক্য গঠনের স্বার্থে নোট অব ডিসেন্ট বাদ দিয়ে এখনই গণভোটের প্রস্তুতি শুরু করা প্রয়োজন। জনগণের দাবি-জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দ্রুততম সময়ে গণভোটের তফসিল ঘোষণা করতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকারের ঘোষিত সময়সূচি অনুযায়ী ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই নির্বাচনে অংশ নিতে প্রস্তুত রয়েছে। তবে নির্বাচনের আগে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, সংস্কারসমূহ বাস্তবায়ন এবং সকল অপরাধী, ফ্যাসিবাদী শক্তি ও তাদের সহযোগীদের বিচারের ব্যবস্থা করতে হবে।