হোম > রাজনীতি

এনসিপি থেকে পদত্যাগ করলেন খালেদ সাইফুল্লাহ

স্টাফ রিপোর্টার

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। দলের সকল পদ থেকে অব্যাহতি চেয়ে আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

বুধবার রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত সাড়ে ৯টার দিকে তিনি দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে পদত্যাগপত্র দিয়েছেন।

এক বাক্যের ওই পদত্যাগপত্রে খালেদ সাইফুল্লাহ লিখেছেন, ‘আমি জাতীয় নাগরিক পার্টির সকল পদ থেকে পদত্যাগ করছি।’ পদত্যাগের অনুলিপি এনসিপির সদস্যসচিব, দপ্তর সেল ও সকল কেন্দ্রীয় সদস্যের কাছে পাঠানো হয়েছে।

এর আগে গত শনিবার (২৭ ডিসেম্বর) তাসনিম জারা ফেসবুকে পোস্ট দিয়ে জানান তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। তার সংসদীয় আসন ঢাকা-৯ (সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা)।

এরপর খবর আসে তানসিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহও এনসিপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন বলে তিনি গণমাধ্যমে জানিয়েছেন।

শনিবার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে তাসনিম জারা জানান, তার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে ঢাকা-৯ আসনের মানুষের ও দেশের সেবা করার। তবে বাস্তবিক প্রেক্ষাপটে তিনি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার প্রতিশ্রুতি রক্ষায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।

খালেদা জিয়ার জানাজায় নিহত নিরব হোসেনের পরিবারের পাশে তারেক রহমান

নববর্ষ উপলক্ষে সবাইকে জামায়াত সেক্রেটারির শুভেচ্ছা

বৈঠকের কথা ভারতের পক্ষ থেকে গোপন রাখতে বলা হয়েছিল

পালানোর আগে রান্না করা খাবারও খেতে পারেনি ফ্যাসিস্ট হাসিনা: বিএনপি

নির্বাচনি হলফনামা: তারেক রহমানের বাড়ি-গাড়ি নেই

ভোটের পর জাতীয় সরকারে যোগ দিতে আগ্রহী জামায়াত

বিএনপি থেকে বহিষ্কারের প্রতিক্রিয়ায় যা বললেন রুমিন ফারহানা

নির্বাচনি হলফনামায় সম্পদের যে বিবরণ দিলেন নাহিদ ইসলাম

খুলনায় ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

খন্দকার মোশাররফের চেয়ে তার স্ত্রীর জমির পরিমাণ দ্বিগুণ