ইসলামী আন্দোলন
দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে আক্রমণ ও অগ্নিসংযোগের নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এই নিন্দা জানান।
বিবৃতিতে গাজী আতাউর রহমান বলেন, পরিস্থিতি যাই হোক না কেন; গণমাধ্যমের অফিসে অগ্নিসংযোগ করা প্রতিবাদের গ্রহণযোগ্য ভাষা হতে পারে না। যে দুইটি পত্রিকার অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে, তাদের সম্পাদকীয় নীতি নিয়ে দেশের সিংহভাগ মানুষের আপত্তি আছে; বাংলাদেশে ফ্যাসিবাদের পক্ষে বয়ান ও সম্মতি উৎপাদনে এই পত্রিকা ভূমিকা রেখেছে বলে মনে করা হয়। নানাভাবে অপতথ্য তৈরিতেও এই পত্রিকা দুইটির দায় আছে। সবকিছু সত্ত্বেও আধুনিক জাতিরাষ্ট্রে কোনো পত্রিকা অফিস জ্বালিয়ে দেওয়া যায় না।
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব বলেন, বৃহস্পতিবার যারা অগ্নিসংযোগ করেছে, তাদেরকে দেশের কোনো রাজনৈতিক ও ধর্মীয় শক্তি ধারণ করেনি। এমনকি বিপ্লবী শহীদ ওসমান হাদির সঙ্গে সম্পৃক্ত কোনো প্রতিষ্ঠানও এই অগ্নিসংযোগকে সমর্থন করেনি। ফলে এই ঘটনা গুরুতর হলেও বিচ্ছিন্ন ঘটনা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, দেশকে অস্থিতিশীল করার জন্য এবং দেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে দেখানোর অপচেষ্টা চলমান আছে। ওসমান হাদির শাহাদাতের বেদনাকে কেন্দ্র করে তেমন কোনো অপচেষ্টাকে প্রশ্রয় দেওয়া যাবে না। আমরা ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানাই। একই সঙ্গে গণমাধ্যমকেও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাচ্ছি।