হোম > রাজনীতি

অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলের মন যুগিয়ে চলা বাদ দিতে হবে

আলোচনা সভায় বক্তারা

স্টাফ রিপোর্টার

জনআকাঙ্ক্ষার পরিবর্তে কেবল রাজনৈতিক দলগুলোর কথা মানতে গিয়ে অন্তর্বর্তী সরকার সংকটে পড়ছে বলে মন্তব্য করেছেন বক্তারা। এ জন্য রাজনৈতিক দলগুলোর মন জুগিয়ে চলা বাদ দিতে হবে বলে মনে করেছেন তারা। একই সঙ্গে গত বছরের ৫ আগস্টের পর নতুন রাষ্ট্রব্যবস্থার জন্য যেই লড়াই-আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে সেটি অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন তারা।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘স্বল্প আস্থার সমাজে সংস্কার ও নির্বাচনী ঐক্যের রাজনৈতিক চ্যালেঞ্জ’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, আমার বাংলাদেশ (এবি) পার্টি ও ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশ যৌথ এই অনুষ্ঠানের আয়োজন করে। সভায় তিন দলের ঐক্যবদ্ধ পথ চলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, গণভোট ও সংবিধান আদেশ নিয়ে এখন যে বিতর্ক নতুন করে তৈরি হয়েছে তা খুবই দুর্ভাগ্যজনক। স্বল্প আস্থার সমাজে সংস্কার ও নির্বাচনী জোট গণতান্ত্রিক ব্যবস্থা সমুন্নত করতে কতটুকু কাজ করবে-তা প্রশ্ন-সাপেক্ষ। বক্তারা আরও বলেন, সরকার শুরু থেকে জনগণ বা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার কথা না ভেবে, কখনো বিএনপি, কখনো জামায়াতে ইসলামী, কখনো জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাপে সিদ্ধান্ত বদল করেছে- বর্তমান সংকটের এটাও একটা বড় কারণ। কয়েকটি রাজনৈতিক দলের মন যুগিয়ে চলার নীতি বাদ দেওয়ার জন্য সরকারের প্রতি সভা থেকে আহ্বান জানানো হয়।

বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট রাষ্ট্রচিন্তক ও সেয়াস ইউনিভার্সিটি অব লন্ডনের অধ্যাপক ড. মুশতাক হোসেন খান। বক্তব্য রাখেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, জেএসডি সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাধারণ সম্পাদক সৈয়দ হাসিব উদ্দিন হোসেন, এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব) অধ্যাপক আব্দুল ওহাব মিনার, আপ বাংলাদেশের সদস্যসচিব আরেফিন মো. হিজবুল্লাহ, প্রধান সংগঠক নাঈম আহমাদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব) হেলাল উদ্দিন, ভয়েস অব রিফর্মের সংগঠক ফাহিম মাসরুর প্রমূখ।

প্রধান আলোচক অধ্যাপক মুশতাক হোসেন বলেন, নতুন বন্দোবস্ত চুক্তি করে হয় না। কারণ, কায়েমি স্বার্থবাদীরা নতুন বন্দোবস্ত মেনে নেয় না। তবে নতুন রাষ্ট্রব্যবস্থার জন্য লড়াই চালিয়ে যেতে হবে। তিনি বলেন, আস্থার অভাবে ঝগড়া করে এদেশে রাজনৈতিক দলগুলো সবাই ক্ষতিগ্রস্ত হয় অথচ, আস্থাশীল হলে সবাই লাভবান হতে পারত। আস্থাহীনতার কারণেই অলিগার্করা রাজনীতি নিয়ন্ত্রণ করে বলেও মন্তব্য করেন তিনি।

অধ্যাপক মুশতাক বলেন, গোটা দুনিয়ায় ভারত পরাস্ত শক্তি হলেও বাংলাদেশে সে প্রভাব বিস্তার করে কারণ আমাদের দেশে রাজনৈতিক দলগুলোর চরম আস্থাহীনতা আছে এবং প্রভাবশালীদের অনেকের হাঁড়ির খবর ভারতের কাছে আছে। তা ছাড়া নিজেদের সুবিধার জন্যই অনেকে ভারতপন্থি হচ্ছে।

সভাপতির বক্তব্যে হাসনাত কাইয়ূম বলেন, অনেক মতদ্বৈধতা থাকলেও দেশের প্রশ্নে এক হয়ে নতুন রাজনীতির জন্য কাজ করতে হবে। তিনি বলেন, হাসিনা-ওবায়দুল কাদেররা সাংবিধানিক পদ্ধতি এমনভাবে সাজিয়েছে তার মধ্যেই ফ্যাসিস্ট হওয়ার উপাদান নিহিত আছে। অতীতে জনগণের দাবি প্রতিষ্ঠা করতে পারার কারণে সফলতা এসেছে। কিন্তু এবার জুলাই আন্দোলনের নেতৃত্বকে কিছু বুড়ো মানুষ ভুল পথে পরিচালিত করেছে, এবং টাকাওয়ালাদের কাছে নিয়ে গেছে, ফলে রাষ্ট্রের সংস্কার আজ অনিশ্চিত হয়ে পড়েছে। পুরোনো পথে নতুন বন্দোবস্ত বাস্তবায়ন হবে না বলেও উল্লেখ করেন তিনি।

মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘‘তথাকথিত ‘দায়িত্ব নেওয়ার কালচার’ আমাদের রাজনীতি কলুষিত করেছে। এই সংস্কৃতি বদলানোর জন্যই নতুন রাজনীতি দরকার। নতুন রাজনীতি দাঁড়াতে না পারার কারণ খোঁজার আহবান জানান তিনি। অধ্যাপক ইউনূসের সরকার তিন দলের চাপে পড়ে বারবার সিদ্ধান্ত বদল করে বলে অভিযোগ করে তিনি বলেন, জনগণের জন্য যা ভালো সেটা করতে হবে কোনো দলের স্বার্থ হাসিল নয়।

আলী আহসান জুনায়েদ বলেন, হাসিনার হাতে ভেঙ্গে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগিয়ে রাজনৈতিক শক্তিগুলো ক্ষমতা ভোগের উৎসবে মেতেছে। ভোট কেন্দ্র দখলে অভ্যস্ত এবং বিপ্লব বিরোধীরা ক্ষমতায় আসলে জনগণ আবারও হতাশ হবে বলে আশঙ্কা করেন তিনি। জনগণকে অন্ধকারে রেখে চেয়ার নিয়ে কাড়াকাড়ি চলছে বলে মন্তব্য করেন তিনি। জনগণের রাষ্ট্র গঠন করতে রাজনৈতিক দলগুলোর রাজনীতি করা উচিৎ বলে মত দেন জুনায়েদ। গণভোটে দুইটা ব্যালট রাখার প্রস্তাব আবারো তুলে ধরেন তিনি।

৫ দাবিতে জামায়াতসহ ৮ দলের নতুন কর্মসূচি

হঠাৎ লন্ডন কেন, বিএনপি নেতা সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু, প্রার্থী চূড়ান্তের সম্ভাবনা

জামায়াতসহ ৮ দলের নতুন কর্মসূচি ঘোষণা আজ

জামায়াতের পুনর্নির্বাচিত আমিরকে জমিয়ত সভাপতির অভিনন্দন

খুলনা সদর আসনে মঞ্জুকে সবুজ সংকেত তারেক রহমানের

নেতাকর্মীদের ডিজিটাল প্রযুক্তি আয়ত্ত করার নির্দেশ ফখরুলের

রাষ্ট্রের মৌলিক সংস্কারের বিরোধিতার বিরুদ্ধে ডাকসুর প্রতিবাদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি ফের সচল

ঐক্যবদ্ধ হয়ে একক প্রার্থীকে বিজয়ী করে ‘গুপ্ত স্বৈরাচারকে’ প্রতিহত করুন