হোম > রাজনীতি

মহাসমাবেশ সফল করতে জামায়াতের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

আগামী ৩ জানুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফল করতে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার রাতে পুরানা পল্টনে দলের মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জানানো হয়-রাষ্ট্রের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে জনমনে উদ্বেগ, উৎকন্ঠা নিরসনে জনগণকে সামাজিক উদ্বুদ্ধকরণ লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

সভায় নেতারা বলেন, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত ব্যতিত রাষ্ট্রের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে জনমনে যেই উদ্বেগ, উৎকন্ঠা সৃষ্টি হয়েছে তা দূর করা সম্ভব নয়। সরকারের ওপর জনগণের আস্থা বজায় রাখতে হলে অবশ্যই শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। নতুবা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক বিশ্বাসযোগ্য নির্বাচন সম্পন্ন করা যাবে না।

সভা শেষে মহাসমাবেশ সফলভাবে বাস্তবায়নের সার্বিক বিষয়ে আলোচনা শেষে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে দায়িত্বশীলদের মাঝে দায়িত্ব বন্টন করা হয়।

ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে এবং দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন, মহানগরীর কর্মপরিষদ সদস্য যথাক্রমে আব্দুস সালাম, আবদুর রহমান, কামরুল আহসান হাসান, সৈয়দ সিরাজুল হক, শাহীন আহমেদ খান, মাওলানা শরীফুল ইসলাম। এছাড়াও মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য, থানা আমীর ও বিভাগীয় দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

যেসব আসনে প্রার্থী পরিবর্তন করল বিএনপি

জুলাই যোদ্ধাদের নিয়ে মনোনয়ন নিলেন জামায়াত প্রার্থী ডা. খালিদুজ্জামান

জামায়াতে যোগ দিলেন শিবিরের সদ্য বিদায়ী সভাপতি

পিলখানায় শহীদদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

ঢাকা-১৩ আসনের প্রার্থী হচ্ছেন মামুনুল হক

খেলাপি ঋণ ইস্যুতে হাইকোর্টে যাচ্ছেন মান্না

গণঅধিকার ছেড়ে বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান

পূর্বাচলে ক্ষতিগ্রস্ত স্থানে বিএনপির বৃক্ষরোপণ

ভোটার হলেন জাইমা রহমান

ছোট ভাইয়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান