হোম > রাজনীতি

সরকার কড়াইলের বাসিন্দাদের অধিকারের তোয়াক্কা করছে না

সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকি

স্টাফ রিপোর্টার

সরকার কড়াইলের বাসিন্দাদের নাগরিক অধিকারের তোয়াক্কা করছে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

সোমবার রাজধানীর কড়াইল বস্তির রাহাত আলী শাহর খানকাহ প্রাঙ্গনের পাশে স্থাপিত গণসংহতি আন্দোলনের রিলিফ ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

জোনায়েদ সাকি বলেন, ঢাকা শহরের চালিকাশক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ এখানকার মানুষ। অথচ এই সরকার বা রাষ্ট্র তাদের জন্য ন্যূনতম কোনো দায়দায়িত্ব নিচ্ছে না। নাগরিক হিসেবে তাদের যে অধিকার ও মর্যাদা, তার কোনো তোয়াক্কা সরকার করছে না।

তিনি আরো বলেন, এটি একটি দুর্যোগ। সরকারের বিভিন্ন সংস্থার উচিত ছিল দ্রুত এখানকার ধ্বংসস্তূপ সরিয়ে ফেলা এবং খোলা আকাশের নিচে থাকা মানুষগুলোর জন্য অবিলম্বে তাবু খাটিয়ে থাকার ব্যবস্থা করা। তাদের প্রয়োজনীয় খাদ্য, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা সরবরাহ করা সরকারের দায়িত্ব।

আমরা সরকারকে ট্যাক্স দেই এই কারণেই যে, জনগণ যখন বিপদে পড়বে তখন সরকার এগিয়ে আসবে। কিন্তু আমরা সরকারের সেই উদ্যোগ বা নাগরিকের মর্যাদা রক্ষার কোনো ব্যবস্থা এখনো দেখতে পাচ্ছি না।

এসময় সরকারকে কড়াইল বস্তির ক্ষতিগ্রস্তদের পূর্ণাঙ্গ তালিকা করে প্রত্যেকের খাবার, থাকার জায়গা, শীতবস্ত্র ও চিকিৎসাসহ প্রয়োজনীয় ব্যবস্থা করার দাবি জানান তিনি । একইসাথে তাদের জাতীয় পরিচয়পত্র প্রদানসহ দ্রুততম সময়ে পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়।

তিনি বলেন, যতদিন না কড়াইল বস্তির বাসিন্দারা আবার কর্মক্ষেত্রে ফিরতে পারেন এবং নিজেদের বাসস্থান গুছিয়ে নিতে পারেন, ততদিন পর্যন্ত তাদের দায়িত্ব সরকারকে নিতে হবে। এটি দুর্যোগকালীন সময়ের অত্যাবশ্যকীয় কাজ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কড়াইল বস্তির ক্ষতিগ্রস্ত বাসিন্দারা, জিএসএর কড়াইল রিলিফ ক্যাম্পের সংগঠক শাহীদা আক্তার, মোহাম্মদ মোতালেব, আবুল কালাম, আবদুর রহিম, জিএসএর কেন্দ্রীয় নেতা বাচ্চু ভুইয়া প্রমুখ।

সংবাদ সম্মেলন শেষে ত্রাণ সহায়তা কার্যক্রমে অংশ নেন জোনায়েদ সাকিসহ জিএসএর নেতাকর্মীবৃন্দ।

পিলখানা হত্যাকাণ্ডের আগে জুয়েলকে ফোনে যে নির্দেশনা দিয়েছিলেন তাপস

খালেদা জিয়া কোনো দলের নয়, সমগ্র মানুষের নেত্রী: ডা. তাহের

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইলো জামায়াত

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, কে কী বললো এতে বিভ্রান্ত হবেন না: ফখরুল

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি, প্রস্তুত আইসিইউ

দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে: ফখরুল

দেশি-বিদেশি চিকিৎসক যুক্ত রেখেই খালেদা জিয়ার চিকিৎসা চলছে

বিএনপিতে যোগ দিয়ে যা বললেন রেজা কিবরিয়া

খালেদা জিয়ার জন্য নতুন মেডিকেল বোর্ড গঠন

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া, প্রার্থী হচ্ছেন কোন আসনে