হোম > রাজনীতি

জাতীয় নির্বাচনের আগে না হলে গণভোটের কোনো মূল্য নেই

লন্ডনে জামায়াত আমির

স্টাফ রিপোর্টার

জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

স্থানীয় সময় শুক্রবার বেলা ১১টায় পূর্ব লন্ডনের হোয়াটচ্যাপেল রোডস্থ হায়াত প্যালেস হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, জামায়াত কখনো মিথ্যা আশ্বাস দেয় না। জামায়াত যা করতে পারবে তাই বলে। আমরা জনগণের নৈতিক আশা আকাঙ্খার বাহিরে কোনো কিছু কল্পনাও করি না।

দুর্নীতি দেশের ভয়ানক সমস্যা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেল দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এবং তা কাজের মাধ্যমে প্রমাণ করে দেয়া হবে।

প্রবাসীদের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির একটি বড় চালিকা শক্তি। প্রবাসীদের অধিকারের প্রশ্নে কোনো আপস করা হবে না। প্রবাসীরা যাতে তাদের ভোটের অধিকার পান এ বিষয়ে আমরা সব সময় সোচ্চার। পরিবর্তিত পরিস্থিতিতে আল্লাহ পরিবেশ অনুকূলে নিয়ে আসায় আমরা প্রবাসীদের প্রত্যেকটি অধিকার নিয়ে সংশ্লিষ্ট সব পর্যায়ে জোরালোভাবে কথা বলেছি।

তিনি বলেন, আমাদের স্পষ্ট কথা হচ্ছে, যাদের প্রেরিত অর্থে দেশের অর্থনীতির ভীত মজবুত হয়, তাদের ভোটের বাহিরে রাখার কোনো সুযোগ নেই।

গুম খুনের অভিযোগে অভিযুক্ত ২৫ সেনা কর্মকর্তার বিচার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, আমরা যে কোনো অপরাধের বিরুদ্ধে। মানুষের অধিকার যারা নষ্ট করেছেন, কোনো ধরনের অপরাধ ছাড়া যারা মানুষের ওপর হত্যা, নির্যাতন-নিপীড়ন চালিয়েছেন; যা ছিল ভয়ানক মানবাধিকার লঙ্ঘন। এ ধরনের অপরাধের সঙ্গে যারা জড়িত ছিল তারা সেনাবাহিনীর লোক না অন্য কেউ সেটা ম্যাটার করে না। যা হয়েছে সেগুলো আমাদের কাছে অপরাধ; আর যারা করেছে তারা প্রত্যেকেই অপরাধী। এই কথাগুলো যত জায়গায় বলার দরকার আমরা বলেছি।

ডা. শফিকুর রহমান তার যুক্তরাষ্ট্র সফর শেষে বাংলাদেশ যাওয়ার পথে লন্ডনে যাত্রাবিরতিকালে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।

এ সময় তার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, জামায়াতের প্রতিনিধি ও সেইভ বাংলাদেশের চেয়ারম্যান ব্যারিস্টার নজরুল ইসলাম, সিলেট মহানগর জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি সিরাজুল ইসলাম শাহীন, ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীসহ বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লন্ডনের বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন, সোশ্যাল, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় অনুষ্ঠানে বলেন, ব্যবসায়ীরা যাতে নিরাপদে দেশে ব্যবসা করতে পারেন জামায়াতে ইসলামী দেশের মানুষকে এটুকু আশ্বস্ত করে যাচ্ছে। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী ব্যবসায়ীদের ক্ষতি হবে এমন কোনো কাজ করেনি এবং ভবিষ্যতে জনগণের সেবা করার সুযোগ পেলে ব্যবসায়ীদের ন্যায়সংগত অধিকার খর্ব হয় এমন কাজও করবে না। জামায়াত ইসলামী দেশে বিনিয়োগের এমন পরিবেশ তৈরি করতে চায়, যেখানে কোনো ব্যবসায়ীকে তার কাজের জন্য একপয়সাও কাউকে অন্যায় ভাবে দিতে হবে না।

ডা. শফিক বলেন, আমরা চাই—আমাদের দেশ দুর্নীতি মুক্ত একটি দেশ হোক। বিদেশিরা দেশে গিয়ে খোলা মনে কোনো ভয়-ভীতি ছাড়া বিনিয়োগ করুক এবং সেই সঙ্গে আমাদের প্রবাসী ব্যবসায়ীরাও দেশে ফিরে বিনিয়োগ করে সম্মানের সঙ্গে ব্যবসা বাণিজ্য পরিচালনা করুক। ঘুস, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত বিনিয়োগের পরিবেশ তৈরির মাধ্যমে আমরা সুন্দর একটি দেশ গড়তে চাই।

বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারলের উপস্থাপনায় ও ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট রফিক হায়দারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন—গোলাম মর্তুজা, ক্যাপ্টেন কিবরিয়া, ব্যারিস্টার আসাদুজ্জামান, ব্যারিস্টার ফখরুল ইসলাম, মুহাম্মদ জুবায়ের, শাহ শেরওয়ান কামালী, আব্দুল কালাম আজাদ, মুসাদ্দিক আহমেদ, টিপু চৌধুরী, কাজী ফয়জুল ইসলাম পারভেজ, হেলাল উদ্দিন, ব্যারিস্টার আব্দুল হালিম সরকার, ব্যারিস্টার আবু সাদাত মো. সুহেল, জাহাঙ্গীর হক, আব্দুল ওদুদ দীপক প্রমুখ।

ঝিনাইদহ জামায়াতের নামে ভিত্তিহীন খবর প্রকাশের অভিযোগ

আলালের বক্তব্যে জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ

নয়া বাংলাদেশে লুটপাটতন্ত্র চলবে না: আখতার

বিএনপির এক গডফাদারের চাঁদার টাকা দিয়েই গণভোট সম্ভব: নাসীরুদ্দীন

তরুণদের রাজনীতিতে যুক্ত করার বিষয়ে যা বললেন জারা

টেকসই হবে না এমন পদক্ষেপ নেওয়া যাবে না: সাইফুল

বিএনপির বার্তা জনগণের কাছে পৌঁছাতে ৭ টিম, আছেন যারা

বিদ্যমান পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে দেশকে কলঙ্কিত করা হয়েছে

বিএনপির কোনো নেতাকর্মী অসামাজিক বা রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত নয়

লন্ডন গিয়ে একটি দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছিলেন প্রধান উপদেষ্টা