ঢাকা-৫ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি থেকে মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী। সোমবার (২৯ ডিসেম্বর) বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কর্মকর্তা মোসা. সেলিনা বানুর নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের নির্বাচন পরিচালনা বিষয়ক সমন্বয়ক কমিটির আহ্বায়ক জামশেদুল আলম শ্যামল, সদস্যসচিব এবং চিফ এজেন্ট ফেরদৌস হোসেন রনি, ঢাকা-৫ আসনের নির্বাচন পরিচালনা বিষয়ক কমিটির সিনিয়র সদস্য নান্টু মুন্সি, সাবেক কমিশনার বাদল সরদার, ব্যবসায়ী সিরাজুদ্দৌলা খোকন, যাত্রাবাড়ী থানা যুগ্ম আহ্বায়ক এহেতাশেম উদ্দিন নকিব, যাত্রাবাড়ী থানা সদস্য তারেক ও এডভোকেট শামীম।