হোম > রাজনীতি

বিএনপি থেকে বহিষ্কারের প্রতিক্রিয়ায় যা বললেন রুমিন ফারহানা

আমার দেশ অনলাইন

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন দাখিল করায় বিএনপি থেকে বহিষ্কার হয়েছেন দলটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা।

বহিষ্কারের প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর দিনে দল থেকে বহিষ্কারের আদেশ পাওয়া তার রাজনৈতিক জীবনের এক অদ্ভুত ও বেদনাদায়ক অধ্যায়।

গতকাল মঙ্গলবার রাতে গণমাধ্যমকে এসব কথা জানান তিনি। বহিষ্কার সত্ত্বেও সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রত্যয় ব্যক্ত করেন রুমিন।

রুমিন ফারহানা জানান, রাজনীতিতে আপস না করে একা দাঁড়িয়ে যাওয়ার শিক্ষা তিনি খালেদা জিয়ার কাছ থেকেই পেয়েছেন। যার আদর্শে রাজনীতি করেছেন এবং যার আশ্রয় ও স্নেহে এত দূর এসেছেন, তার চলে যাওয়ার দিনেই নিজের বহিষ্কারকে তিনি কাকতালীয় নয়।

বিএনপি থেকে বহিষ্কৃত এই নেত্রী বলেন, ‘আমি আমার রাজনৈতিক অভিভাবককে হারিয়েছি, যার আদর্শে রাজনীতি করেছি, উজ্জীবিত হয়েছি এবং যার আদর্শ অক্ষরে অক্ষরে পালন করে আমি রাজনীতি করেছি—তিনি আজ চলে গেলেন। তার এ চলে যাওয়ায় দেশ ও দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি (খালেদা জিয়া) হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ নভেম্বর। এর আগে ২০ নভেম্বর আমার কথা বলে গিয়েছেন। উনি বলেছেন, আমাকে মনোনয়ন দেওয়া হলো না কেন? আমি শুধু এইটুকুই বলব।’

রুমিন ফারহানা বলেন, ‘আমার যে বিদ্রোহী প্রার্থী হওয়া, এইটা তো এক ধরনের আপসহীনতা; জোয়ারের বিরুদ্ধে একলা দাঁড়ানো। এইটা আমি আমার নেত্রীর কাছ থেকে শিখেছি। আপস না করে একা দাঁড়িয়ে যাওয়া—আমি উনার কাছ থেকে শিখেছি।’

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করায় মঙ্গলবার রুমিন ফারহানাসহ ৯ জনকে বহিষ্কার করে বিএনপি। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত সোমবার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। এই আসেন বিএনপি তাদের শরিক জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা জুনায়েদ আল হাবিবকে প্রার্থী ঘোষণা করেছে।

নববর্ষ উপলক্ষে সবাইকে জামায়াত সেক্রেটারির শুভেচ্ছা

বৈঠকের কথা ভারতের পক্ষ থেকে গোপন রাখতে বলা হয়েছিল

পালানোর আগে রান্না করা খাবারও খেতে পারেনি ফ্যাসিস্ট হাসিনা: বিএনপি

নির্বাচনি হলফনামা: তারেক রহমানের বাড়ি-গাড়ি নেই

ভোটের পর জাতীয় সরকারে যোগ দিতে আগ্রহী জামায়াত

নির্বাচনি হলফনামায় সম্পদের যে বিবরণ দিলেন নাহিদ ইসলাম

খুলনায় ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

খন্দকার মোশাররফের চেয়ে তার স্ত্রীর জমির পরিমাণ দ্বিগুণ

নির্বাচনি হলফনামায় সম্পদের যে তথ্য দিলেন ববি হাজ্জাজ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান আর নেই