হোম > রাজনীতি

যুগপৎ আন্দোলনে মাঠে থাকার আহ্বান খেলাফত আন্দোলনের

স্টাফ রিপোর্টার

সমমনা রাজনৈতিক দলগুলোর যুগপৎ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে খেলাফত আন্দোলনের সাত দফা দাবি বাস্তবায়নের জন্য নেতাকর্মীদেরকে মাঠে থাকার আহ্বান জানিয়েছেন দলটির আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।

তিনি বলেন, বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসলেও এখনো পর্যন্ত সরকার নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে পারেনি। সুষ্ঠু নির্বাচন না হলে দেশ-বিদেশে এ নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে। এক ফ্যাসিস্টকে বিতাড়িত করে বাংলাদেশে অন্য কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না এ দেশের জনগণ।

মঙ্গলবার বিকেলে মারকাজুল খেলাফত জামিয়া নূরিয়ায় এক বিশেষ বৈঠকে সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানি, নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী ও মাওলানা শেখ আজিমুদ্দীন, যুগ্ম মহাসচিব আতিকুর রহমান নান্নু মুন্সি, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা মাহমুদুল হাসান শরিয়তপুরী, মাস্টার আতিকুল ইসলাম প্রমুখ।

হাবিবুল্লাহ মিয়াজী আরও বলেন, জুলুম, নির্যাতন, দুর্নীতি, দুঃশাসন থেকে মুক্তি পেতে হাজার হাজার ছাত্র-জনতা রক্তের বিনিময়ে দেশ নতুনভাবে স্বাধীন করেছে। কিন্তু দেশের জনগণের সেই প্রত্যাশা আজও পূরণ হয়নি। শেখ হাসিনা সরকারকে বিতাড়িত করার পর জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সরকার দায়িত্ব নেওয়ার দেড় বছর অতিবাহিত হলেও দেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী, খুন-ধর্ষণ নির্মূল করতে সক্ষম হয়নি। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি।

তিনি বলেন, জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন দেশের জনগণের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। তাই এ দাবি নিয়ে গড়িমসি করা সরকারের জন্য শুভ হবে না। জনগণের মতের বিরুদ্ধে প্রাইমারি স্কুলে নৃত্য ও গানের শিক্ষক নিয়োগ না দিয়ে ধর্মীয় শিক্ষক হিসেবে আলেমদের নিয়োগ দিতে হবে।

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের সাক্ষাতের সময় পরিবর্তন

প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক বিকেলে

শিক্ষকদের অবহেলা করে দেশের উন্নয়ন সম্ভব নয়

ভারত সরকারের বাংলাদেশবিরোধী অবস্থান বরদাশত করব না: কর্নেল অলি

ইসলামী ঐক্যজোটের একাংশের ভারপ্রাপ্ত মহাসচিব ইলিয়াস

নির্বাচন যথাসময়ে অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে যাব: লায়ন ফারুক

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের আলোচনা আজ

যে ৩ আসনের একটিতে নির্বাচন করতে পারেন মামুনুল হক

অন্তর্বর্তীকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আট দফা দাবিতে শুক্রবার সমাবেশ