কেউ কেউ বিভিন্ন রকম কর্মকাণ্ড করে নির্বাচন পেছানোর চেষ্টা করছেন। আবার অনেকেই নির্বাচন বন্ধ করারও চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট জয়নুল আবেদীন।
তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক। তরুণরা কেন্দ্রে গিয়ে তাদের প্রথম ভোট দিবে। তাদের গত ১৭ বছর ভোট না দেওয়ার দুঃখ বেদনা মুছে ফেলবে।
ঢাকাস্থ মুলাদী উপজেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, তবে কোনো শত্রুতা নয়। আমাদের নেতা তারেক জিয়া বলেছেন আপনারা ব্যক্তিকে নয় বরং ধানের শীষ প্রতিক দেখে ভোট দিবেন। আমি জয়নুল আবেদীনকে ভোট দেওয়া মানে তারেক জিয়া বা বেগম খালেদা জিয়াকে ভোট দেওয়া।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া যখন সিসিইউতে ছিল, তখন কিছু দুষ্টু লোক আছে, ফেসবুকে প্রচার করেন উনি মারা গেছেন। কিন্তু আমি বলতাম তিনি বেঁচে আছেন।
জয়নুল আবেদীন বলেন, আপনারা ঢাকা থেকে এলাকায় গিয়ে সুশৃঙ্খলভাবে নির্বাচনের জন্য কাজ করবেন। তারেক রহমান যেন বাংলাদেশে এসে বিএনপির দায়িত্ব গ্রহণ করতে পারেন। বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন যেন, তিনি ১৭ বছর পর ধানের শীষের বিজয়ও দেখে যেতে পারেন।
ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল হক সাঈদের পরিচালনায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
ঢাকাস্থ মুলাদী উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মো. জিয়াউল ইসলাম শাহনেওয়াজের সভাপতিত্বে মো. ফারুক হোসেন মোল্লা ও কাজী ইকবাল হোসেন চৌধুরীর সঞ্চালনায় ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।