হোম > রাজনীতি > বিএনপি

শাহজালালের মাজারে নফল নামাজ আদায় করলেন তারেক রহমান

সিলেট ব্যুরো

সিলেট পৌঁছে রাতেই তারেক রহমান প্রথমে হজরত শাহজালাল রহ. এর মাজার জিয়ারত করলেন। এয়ারপোর্ট এলাকার হোটেল থেকে লালগাড়ি করে রাত ৯টার দিকে তিনি দরগাহ পৌঁছান। প্রায় সাত কি.মি. রাস্তার দুপাশে বিপুলসংখ্যক নেতাকর্মী স্লোগান দিয়ে প্লেকার্ড স্বাগত জানান। তিনি হাত নেড়ে সালাম দিয়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

মাজারে পৌঁছে তিনি দরগাহ মসজিদের ইমামসাব ও নেতাদের নিয়ে মাজার জিয়ারত ও মোনাজাত করেন। তিনি মূল মসজিদে নফল নামাজ আদায় ও দোয়া দুরুদ পড়ে সময় কাটান। পরে তিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও তার চাচা শ্বশুর বঙ্গবীর জেনারেল ওসমানীর মাজার জিয়ারত করেন।

এদিকে, নিচতলায় মহিলা এবাদতখানায় তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবাদত বন্দেগি করেন। প্রায় ৪০ মিনিট তারা মাজারে অবস্থান করেন। ৯টা ৪৫ মিনিটের দিকে জিয়ারত শেষে শাহপরান রহ. মাজার জিয়ারত উদ্দেশে শাহজালাল রহ. দরগা ত্যাগ করেন।

দরগাতে অবস্থানকালে কঠোর নিরাপত্তা ছিল। প্রধান গেট ছাড়া দরগার সব প্রবেশ পথ বন্ধ রাখে নিরাপত্তা বাহিনী। ১৫/২০ মিনিটের রাস্তা পাড়ি দিয়ে শাহপরান রহ. মাজারে পৌঁছাতে এক ঘণ্টা সময় লেগে যায়। এরপর তিনি গভীর রাতে শ্বশুর বাড়ি যান।

এদিকে, ঢাকা থেকে বিমানে রাত ৮টা ১০ মিনিটের দিকে তিনি ওসমানী বিমান বন্দরে পৌঁছান। শীর্ষ নেতা ও দলীয় প্রার্থীরা তাকে স্বাগত জানান। এছাড়া বিমানবন্দরে তারেক রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, প্রো ভিসি প্রফেসর ড সাজেদুল করিম ও রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির প্রমুখ।

বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার শুরু হচ্ছে আজ

তারেক রহমানের আগমনে উৎসবের নগরী সিলেট, রাত থেকে নেতাকর্মীদের অপেক্ষা

২১ বছর পর শ্বশুরবাড়ির পথে তারেক রহমান

ঢাকা–১২ আসনের ভোটারদের উদ্দেশে যা বললেন সাইফুল হক

স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমানকে বিএনপি থেকে বহিষ্কার

সিলেটে পৌঁছেছেন তারেক রহমান

বিদ্রোহী ৫৯ প্রার্থীকে বহিষ্কার করল বিএনপি

সিলেটের পথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

তারেক রহমানের সঙ্গে ৭ দলের নেতাদের সাক্ষাৎ

বিএনপিতে যোগ দিলেন অধ্যাপক আবু সাইয়িদ