যশোরে জামায়াত আমির
পুরোনো বস্তাপচা রাজনীতির পরিবর্তন করে আগামীর রাজনীতি কোনো দলের নয়, জনগণের রাজনীতি হতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় যশোরে জনসভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।
জামায়াত আমির বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে হ্যাঁ ভোট জয়ী না হলে সরকার গঠন করে কোনো লাভ হবে না। ‘হাঁ’ মানে আজাদী, ‘না’ মানে গোলামি।
তিনি বলেন, ক্ষমতায় গেলে যশোরকে সিটি করপোরেশন করা হবে। আমরা বেকার যুবকদের সম্মানজনক কাজ দিতে চাই। যে তরুণেরা ফ্যাসিবাদ তাড়িয়েছে, তারা ঘুমিয়ে যায়নি। তারা পুরোনো বন্দবস্তের পরিবর্তন চায়।