হোম > রাজনীতি > জামায়াত

শেরপুরে জামায়াত নেতাকে হত্যায় খেলাফত মজলিসের নিন্দা ও প্রতিবাদ

স্টাফ রিপোর্টার

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে প্রশাসন ব্যর্থ হয়েছে। পেশিশক্তির অপরাজনীতি আবার শুরু হয়েছে। সিলেট-৩, মানিকগঞ্জ-২ আসনসহ বিভিন্ন জায়গায় খেলাফত মজলিসের প্রার্থীদের প্রচার-প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। প্রচারপত্র ও বিলবোর্ড নষ্ট করা হচ্ছে।

তারা বলেন, ১১ দলীয় ঐক্যের বিভিন্ন প্রার্থী ও তাদের কর্মীদের রক্তাক্ত করা হচ্ছে। শেরপুরে জামায়াত নেতাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয় বিএনপির সন্ত্রাসীদের দ্বারা সংঘটিত এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে প্রশাসনকে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নির্বাচনি সংঘাত বন্ধে নির্বাচন কমিশন কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না। আমরা নির্বাচনকে কেন্দ্র করে আর কোনো লাশ দেখতে চাই না। কোনো সন্ত্রাস ও পেশিশক্তির তাণ্ডব জনগণ আর মেনে নেবে না। নির্বাচন পরিচালনায় স্থানীয় রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়াতে হবে। ১২ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে সন্ত্রাস ও জুলুমের বিরুদ্ধে রায় দেওয়ার জন্য জনগণ উদগ্রীব হয়ে আছে।

বৃহস্পতিবার দলটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার রাতে রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাপ্তাহিক বৈঠকে সভাপতিত্ব করেন নায়েবে আমির অধ্যাপক আবদুল্লাহ ফরিদ।

যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিলের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, বায়তুলমাল সম্পাদক আলহাজ আবু সালেহীন, সমাজকল্যাণ সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রিফাত হোসেন মালিক, শাহাব উদ্দিন আহমদ খন্দকার, মুফতি আবদুল হক আমিনী, জিল্লুর রহমান, অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, হাফেজ নুরুল হক, আবুল হোসেন ও আমির আলী হাওলাদার।

জামায়াত নেতা হত্যায় প্রশাসনের ব্যর্থতা ফুটে উঠেছে: জুবায়ের

শেরপুরের ঘটনায় নির্বাচনি ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ প্রশ্নবিদ্ধ হয়েছে: জামায়াত আমির

জামায়াতের দুই নেতা কেন মন্ত্রিত্ব ছাড়েননি, তারেক রহমানকে জবাব জামায়াত আমিরের

শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ

প্রয়োজনে জীবন দেব, তবু জনগণের অধিকার কেড়ে নিতে দেব না

হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে কদমতলী মহিলা জামায়াতের বিক্ষোভ

নির্বাচনি প্রচারে জামায়াত নেত্রীর ওপর হামলা, গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জামায়াতের নির্বাচনি প্রচারে যুক্ত হলো মাল্টিমিডিয়া বাস

কারওয়ান বাজারে জামায়াতের নির্বাচনি সমাবেশে জনতার ঢল