হোম > রাজনীতি > জামায়াত

আমাদের সন্তানেরা আধিপত্যবাদকে লালকার্ড দেখিয়েছে: ডা. শফিকুর রহমান

শেরপুরে ১০ দলীয় নির্বাচনি ঐক্যের জনসভায়

স্টাফ রিপোর্টার

পররাষ্ট্রনীতির বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা সব দেশের সাথে বন্ধুত্ব চাই। কেউ আমাদের প্রভু হয়ে আসুক তা আমরা চাই না। আমাদের সন্তানেরা আধিপত্যবাদকে লালকার্ড দেখিয়েছে। এ কার্ড সবুজ ও হলুদও হবে না। এইটা লালকার্ড হিসেবেই থাকবে।

শনিবার দুপুরে বগুড়ার শেরপুরে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, আপনারা যদি আপনাদের ভালোবাস, সমর্থন দিয়ে আমাদের সঙ্গে নেন তাহলে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে আপনাদের আমানতের হেফাজত করব ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, আল্লাহ যদি সরকার গঠনের সুযোগ দেন, তাহলে জনগণের একটি টাকার ওপরে আমরা হাত বসাবো না। আমরা কথা দিচ্ছি আল্লাহ যদি আমাদের সরকার গঠনের সুযোগ দেন, তাহলে চাঁদাবাজদের অস্তিত্ব বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলে সহ্য করব না। দুর্নীতিকে মাটির নিচে চাপা দেয়ার চেষ্টা করব। চাঁদাবাজদের উদ্দেশে তিনি বলেন, ভয় পেয়ো না চাঁদাবাজ। আমরা তোমাদের হাতেও সম্মানের রুজির কাজ তুলে দেবো, ইনশাআল্লাহ। তোমরাও গর্বের সাথে বাংলাদেশে বসবাস করবে। লোভের বশবর্তী হয়ে হয়ত খারাপ করেছো, তোমরা তওবা করে ভালোভাবে চলবে।

সাংবাদিকদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, আপনারা আমাদের দিকে খাড়া দৃষ্টি রাখুন। আপনারা ওয়াচডগ হিসেবে অত্যন্ত তীর্যকভাবে দেখবেন। তবে সাদাকে সাদা বলবেন। কালোকে কালো বলবেন। তবে সাদার গায়ে কোনো কালো প্রলেপ লাগাবেন না। কোনো কালোকে গ্রহণ করবেন না। তাহলে দেশ ভালো চলবে এবং আপনাদের অবদানের জন্য দেশবাসী কৃতজ্ঞ থাকবে। আমরা মিডিয়াকে সেই জায়গায় দেখতে চাচ্ছি।

তরুণ তরুণীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, আমরা যুবক-যুবতীদের বলছি, আমরা তোমাদের কোনো বেকার ভাতা দেবো না। তোমাদের বেকার বানিয়ে রাখতে চাই না। তোমাদের দুই হাতকে দেশ গড়ার কারিগর বানাতে চাই। তোমাদের কাছে মর্যাদার কাজ তুলে দিতে চাই। দেশে কিংবা বিদেশে তোমরা মর্যাদার সাথে অবদান রাখবে। আমরা তোমাদের শিক্ষা দিয়ে সেইভাবেই গড়ে তুলবো। শিক্ষা শেষ কাজ তোমাদের হাতে চলে আসবে, ইনশাআল্লাহ। বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরতে হবে না, সে দায়িত্ব রাষ্ট্র নেবে। যার জন্য যে শিক্ষা প্রযোজ্য, যার মেধা যেখানে প্রযোজ্য তার মেধা বিকাশে রাষ্ট্র হবে সেখানে সঙ্গী। সেই মর্যাদার বাংলাদেশ আমরা গড়তে চাচ্ছি।

চাঁদাবাজ, দখলবাজ, মামলাবাজদের বিরুদ্ধে জনগণকে ভূমিকা রাখার এবং গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানান আমীরে জামায়াত।

শেরপুর-ধুনট আসনে জামায়াতের এমপি প্রার্থী মাওলানা দবিবুর রহমানের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন জামায়াত আমির।

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান-সবার জন্য আমরা ন্যায়বিচার নিশ্চিত করব

উল্লাপাড়ায় জামায়াতের সমাবেশে হাজার হাজার নারীর অংশগ্রহণ

চাঁদাবাজদের হাতেও সম্মানের কাজ তুলে দেবো: জামায়াত আমির

বাউফলে ৩ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

আমরা কারো লাল চোখকে ভয় করি না: জামায়াত আমির

উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই

দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ জামায়াত

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

লেবার পার্টিকে নিয়ে ১১ দলীয় নির্বাচনি ঐক্যে ফিরছে জামায়াত জোট

১০ দলীয় নির্বাচনি ঐক্যের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয় সভা