হোম > রাজনীতি > জামায়াত

কুষ্টিয়ায় মরহুম জেলা আমিরের পরিবারের খোঁজ নিলেন ডা. শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান কুষ্টিয়া জেলা জামায়াতের মরহুম আমির অধ্যাপক আবুল হাশেমের পরিবারের সঙ্গে দেখা করেছেন।

সোমবার সকালে তিনি নির্বাচনি জনসভায় যোগদানের আগে মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নেন ও তার রুহের মাগফেরাতের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন। তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারনের তৌফিক কামনা করেন।

এসময় জামায়াত আমিরের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন, কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক খন্দকার এ কে এম আলী মহসীন, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আব্দুল গফুর, উপজেলা আমির খন্দকার রেজাউল করিম প্রমুখ।

গত ১৯ জানুয়ারি বিকেলে কুষ্টিয়ায় জামায়াতে ইসলামী আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেয়ার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে জেলা আমির আবুল হাশেম ইন্তিকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিঊন)। পরদিন ২০ জানুয়ারি দুটি জানাজা শেষে মিরপুর ওয়াপদা কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তার স্ত্রী, পুত্র ও কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।

‘দুর্নীতিবাজদের পেটে হাত ঢুকিয়ে কালো টাকা বের করে আনা হবে’

নির্বাচনি প্রচারে গিয়ে বিএনপি-জামায়াত প্রার্থীর কোলাকুলি

নির্বাচনি প্রচার শুরুর পর গুগল সার্চে কোন দল এগিয়ে

নারী কর্মীদের প্রার্থী হওয়ার বিষয়ে দলীয় সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হয় না: জামায়াত

তিনবার আল্লাহর কসম বলে যে প্রতিশ্রুতি দিলেন জামায়াত আমির

‘আমাদের জীবনের চাইতে মা-বোনদের ইজ্জতের দাম অনেক বেশি’

এত তালা কেনার টাকা নেই যে নারীদের ঘরে বদ্ধ করে রাখব

‘জামায়াতের সাথে আমাদের আদর্শগত মিল নেই’

‘ছাত্রসমাজ ইতোমধ্যে চাঁদাবাজদের পরাজিত করেছে, জাতীয় নির্বাচনেও পরাজিত করা সম্ভব’

এনসিপি প্রার্থী আদিবের ওপর হামলায় নিন্দা জামায়াতের