ঝিনাইদহে ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদ শাসক তাদের শাসন কেয়ামত পর্যন্ত চালানোর স্বপ্ন দেখেছিলো। আমি এখানে তাদের পক্ষে কথা বলতে এসেছি, যাদের তুলে নিয়ে গিয়ে আয়না ঘরে বছরের পর বছর গুম করে রাখা হয়েছিল। আল্লাহ মেহেরবানি করে ২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিবাদের কবল থেকে আমাদের মুক্ত করেছেন।
এসময় তিনি আরো বলেন, আগামী পাঁচ বছরে বাংলাদেশের চেহারা পাল্টে দেওয়া হবে। আমরা ক্ষমতায় গেলে দুর্নীতিবাজদের পেটের ভিতরে হাত ঢুকিয়ে কালো টাকা বের করে আনা হবে। দুর্নীতিবাজদের হাত ভেঙ্গে ব্যান্ডেজ করে দেব। আমরা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই।
সোমবার(২৬ জানুয়ারি) সন্ধ্যায় ঝিনাইদহ ওয়াজির আলী হাইস্কুল মাঠে এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বেকার যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদেরকে আমরা বেকার ভাতা দেব না। তোমাদেরকে আমরা অপমানিত করতে চাইনা। তারা কাজ চায়। তাই আমরা বেকাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আমরা যুদ্ধ ঘোষণা করেছি দুর্নীতির বিরুদ্ধে। আমরা ১১টি দল এক হয়েছি দুর্নীতিকে লাল কার্ড দেখানোর জন্য।
ডা. শফিকুর রহমান চাঁদাবাজদের উদ্দেশ্যে বলেন, ৫ আগস্টের পর থেকে ঝিনাইদহে বেশি রেটে চাঁদা নেয়া হচ্ছে। মানুষ খেটে তাদের রুজি রোজগার করে। আর তোমরা সেখানে গিয়ে চাঁদা চাও। তোমরা চাঁদাবাজি না করে ভিক্ষা করো।
তিনি বলেন, অনৈক্য নয়, বিভক্তি নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই। ২৪-এ বিপ্লব হয়েছে, ২৬-এর ১২ ফেব্রুয়ারি আরেকটি বিপ্লব করতে হবে। আমরা ১৮ কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই। বিশ্বের দরবারে আমরা মাথা উচুঁ করে দাড়াতে চাই।
১১ দলীয় জোট আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলী আজম মো. আবু বকর।
এছাড়া অন্যান্যের মধ্যে জনসভায় বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় শুরা কমিটির সদস্য ও ঝিনাইদহ-৩ আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মতিয়ার রহমান, কালীগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও ঝিনাইদহ-৪ আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু তালিব, শৈলকূপা উপজেলা জামায়াতের আমীর ও ঝিনাইদহ-১ আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এএসএম মতিউর রহমান, জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের অন্যতম নেতা মোবারক হোসেন, জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধান, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা।