হোম > রাজনীতি > জামায়াত

আমরা বাংলাদেশের নেতৃত্ব যুবকদের হাতে তুলে দিতে চাই

লক্ষ্মীপুরে জামায়াত আমির

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ১১দলীয় জোটের প্রধান ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণ যদি তাদের পবিত্র মুল্যবান ভোট দিয়ে এ জোটকে নির্বাচিত করে তাহলে আমরা আমরা এ জাতিকে আর বিভক্ত হতে দিবো না। আমরা বাংলাদেশের নেতৃত্ব যুবকদের হাতে তুলে দিতে চাই।

শুক্রবার (৩০জানুয়ারী) বিকেলে লক্ষ্মীপুরে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা জামায়াতের আয়োজনে শহরের লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামায়াত আমির বলেন, আমরা যুবদকের স্বপ্নের অগ্রগামী বাংলাদেশ দেখতে চাই। যুবকরা, আমরা তোমাদের হাতে বেকার ভাতা তুলে দিবো না। তোমরা বেকার ভাতা পাওয়ার জন্য কোনো দাবি জানাও নাই। আমরা বেকার ভাতা দিয়ে তোমাদের অপমাণিত করতে চাই না। আমরা তোমাদের হাতগুলোকে দক্ষ কারিগরের হাত হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

তিনি বলেন, জুলাই যুদ্ধে যারা জীবন বাজি রেখে লড়াই করেছেন, তাদের সকলকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমরা কথা দিয়ছিলাম, আমরা জুলাইযোদ্ধাদের আমাদের অন্তরে জায়গা করে দিবো। আমরা কথা রেখেছি। আমরা জুলাইকে কবুল করে নিয়েছি। এ জুলাই এসে জনগনকে মুক্তি দিয়েছে। জুলাই এসেছিলো বলেই আজকে আমি এখানে এসে দাঁড়িয়েছি। জুলাই এসেছিলো বলেই আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে। কিন্তু কেউ কেউ আছেন জুলাইযোদ্ধাদের স্বীকার করতে চান না। যাদের কারণে জেল থেকে মুক্তি, যাদের কারণে অনেকের দেশে ফিরে আসা, যাদের কারণে নির্বাচনের কথা বলা, যাদের কারণে দেশ শাসনের কারও কারও স্বপ্ন দেখা। তারা তাদেরকে অস্বীকার করছেন, লজ্জা! এটা মেনে নেওয়া যায় না।

জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি এডভোকেট আতিকুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, ডাকসু ভিপি আবু সাদেক কায়েম, চাকসু ভিপি ইব্রাহিম রনি, জাকসু জিএস মাজহারুল ইসলাম প্রমুখ।

ক্ষমতায় গেলে নোয়াখালীকে বিভাগ করার প্রতিশ্রুতি জামায়াতের

‘আপনার কথায় ফ্যাসিবাদের সুর রয়ে গেছে’, সাদিক কায়েমকে হামিম

৫৪ বছরের দুর্নীতির দায় এড়াতে পারবে না তিনটি দল

নারীদের মর্যাদা নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: জামায়াত আমির

ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমানো প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির

ক্ষমতায় গেলে ইসলামী আইন চালুর প্রশ্নে যা বললেন জামায়াত আমির

সোহরাওয়ার্দীতে জামায়াতের মহিলা সমাবেশ স্থগিত

জামায়াত নেতা হত্যায় প্রশাসনের ব্যর্থতা ফুটে উঠেছে: জুবায়ের

শেরপুরের ঘটনায় নির্বাচনি ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ প্রশ্নবিদ্ধ হয়েছে: জামায়াত আমির

দুই নেতা কেন মন্ত্রিত্ব ছাড়েননি, তারেক রহমানের প্রশ্নের জবাব দিলেন জামায়াত আমির